ত্বক পরিচর্যার প্রসাধনী শীতল স্থানে রাখা উপকারী

প্রসাধনী যাতে নষ্ট না হয় সে কারণে রাখা যেতে পারে রেফ্রিজারেইটরে।

লাইসস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2021, 05:46 AM
Updated : 21 March 2021, 05:46 AM

রুপচর্চার উপকরণগুলো রেফ্রিজারেইটরে অর্থাৎ ফ্রিজের ভেতর যেখানে বরফ জমে না সেখানে রাখা বাধ্যতামূলক না হলেও ত্বক বিশেষজ্ঞ ও নির্মাতা প্রতিষ্ঠান এগুলোর স্থায়ীত্ব ও কার্যকারিতা বাড়াতে ঠাণ্ডা স্থানে রাখার পরামর্শ দেন।

এক্ষেত্রে কিছু সামগ্রী রেফ্রিজারেইটরে রাখা যেতে পারে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রসাধনী ও রূপচর্চার সামগ্রী শীতল স্থানে রাখার উপকারিতা সম্পর্কে জানানো হল। 

* ত্বকে ব্যবহৃত প্রসাধনী রেফ্রিজারেইটরে রাখলে তা সতেজ ও দীর্ঘস্থায়ী হয়। ঠাণ্ডা তাপমাত্রা প্রসাধনী নষ্ট হওয়া থেকে বিরত রাখে।

* রোদের পোড়াভাব ও ব্রেকআউটের কারণে ত্বকে জ্বলুনি ও অস্বস্তি দেখা দেয়। ত্বকের এই ধরণের সমস্যা কমাতে ঠাণ্ডা উপাদান উপকারী।

* ঠাণ্ডা তাপমাত্রা ব্যাক্টেরিয়া ও ইস্ট দূরে রাখে। ফলে প্রসাধনী পরিষ্কার ও জীবাণু মুক্ত থাকে। 

* চোখের ক্রিম, জেইড রোলার বা চোখের মাস্ক ঠাণ্ডা স্থানে রাখা উপকারী। এটা চোখের ফোলাভাব দূর করতে সাহায্য করে।

ত্বক পরিচর্যার যে সকল উপাদান রেফ্রিজারেইটরে রাখা প্রয়োজন

* জেইড রোলারস * ফেইস মাস্ক * চোখের মাস্ক * সেরাম * চোখের ক্রিম * ভিটামিন সি সেরাম * প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রসাধনী * জেল।

যেসব উপকরণ রেফ্রিজারেইটরে রাখা ঠিক নয়

* এক্সফলিয়েটর * পোর স্ট্রিপ্স * পরিষ্কারক।

আরও পড়ুন