সুরক্ষিত দেয়ালে স্বাস্থ্যের নিরাপত্তা
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2021 05:09 PM BdST Updated: 26 Jan 2021 05:09 PM BdST
বার্জার পেইন্টসের জীবাণুনাশকারী বার্জার ব্রিদ ইজি ভাইরাকেয়ার।
মহামারীর সময়ে মানুষ এখন স্বাস্থ্য সচেতন। তাই নান্দনিকতার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার দিকেও নজর দিচ্ছেন মানব সমাজ।
যে কারণে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোও স্বাস্থ্য-সুরক্ষা নির্ভর পণ্য উৎপাদনে ঝুঁকছে। বার্জার পেইন্টস’ও এর বাইরে নয়।
সম্প্রতি তারা নিয়ে এসেছে ‘জীবাণুনাশকারী বার্জার ব্রিদ ইজি ভাইরাকেয়ার’ রং।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এর সিলভার আয়ন টেকনোলজি রং করার পর দেয়ালে আসা ৯৯ শতাংশের বেশি সংক্রামক ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। খ্যাতনামা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে ‘ব্রিদ ইজি ভাইরাকেয়ার’ দেয়ালের সংস্পর্শে আসা সার্স-কোভ-২ (করোনাভাইরাস) ৩০ মিনিটের ভেতর ধ্বংস করতে কার্যকর ভূমিকা রাখে।
পাশাপাশি, দুই ঘণ্টার মধ্যে সংক্রামক অনেক ভাইরাস ও ব্যাকটেরিয়াও ধ্বংস করে।
এটি পরিবেশবান্ধব পণ্য হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সনদপ্রাপ্ত, যার মধ্যে রয়েছে সিঙ্গাপুর এনভায়রনমেন্ট কাউন্সিলরে (এসইসি) গ্রিন লেবেল সার্টিফিকেট। পরিবেশবান্ধব এই রংটি গন্ধহীন এবং এতে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের পরিমাণও কম।
এ নিয়ে বিজ্ঞপ্তিতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বিপনন ও বিক্রয় বিভাগের জেষ্ঠ্য মহাব্যবস্থাপক মহসিন হাবীব চৌধুরী বলেন, “আমরা সবসময়ই যুগোপযোগী পেইন্ট প্রযুক্তি দিয়ে ভোক্তাদের চাহিদা পূরণ করে আসছি। জীবন ও পরিবেশের মান নিয়ে বার্জার পেইন্টস সদাপ্রতিজ্ঞ। সে অঙ্গীকার থেকে আমরা সেবা ও মানের দিক থেকে আমাদের পণ্যসম্ভারে উন্নতমানের রং যোগ করছি।”
বার্জারের নতুন এই রংটি বাসার ও অফিসের ভেতরের দেয়ালগুলোতে ব্যবহার উপযোগী। এটি ড্রাম, গ্যালন এবং লিটার প্যাকে পাওয়া যাচ্ছে। এবং এটি কালার ব্যাংক ভিত্তিক পণ্য।
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)