চুলের যত্নে পেঁয়াজের রসের মাস্ক

দীঘল, সুন্দর চুলের জন্য পেঁয়াজের সালফার উপাদান বেশ কার্যকর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2021, 07:10 AM
Updated : 23 Jan 2021, 07:10 AM

চুলের যত্নে বিভিন্ন ধরনের মাস্ক’য়ের প্রচলন রয়েছে। নানান রকম প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করা মিশ্রণ যা ‘মাস্ক’ হিসেবে পরিচিত। এই ধরনের মাস্ক যেমন উপকারী তেমনি রাসায়নিক উপাদান থাকে না বলে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাও কম।

লম্বা সুন্দর চুলের জন্য নিজেই তৈরি করে নিতে পারেন পেঁয়াজের রসের চুলে মাস্ক। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সেই পদ্ধতি দেওয়া হল।

উপকরণ: দুতিন টেবিল-চামচ পেঁয়াজের রস। দুই টেবিল-চামচ ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল। একটা তুলার প্যাড।

পেঁয়াজ ছাড়াও ক্যাস্টর অয়েল মাথার ত্বক মসৃণ রাখে। এতে আছে রাইসিনোলিয়েক অ্যাসিড এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। যা মাথায় ঠিক মতো মালিশ করা হলে রক্ত সঞ্চালন বাড়ে। চুলে প্রয়োজনীয় পুষ্টি যুগিয়ে বৃদ্ধি ঘটায়।

পদ্ধতি: একটা পেঁয়াজ ছোট টুকরা করে কেটে নিন। টুকরাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে তা মিহি কাপড়ের সাহায্যে ছেঁকে নিন। পেঁয়াজের গন্ধ অনেকের অপছন্দ হতে পারে। তবে তা ঘন চুলের জন্য উপকারী।

- পেঁয়াজের রস বের করে তাতে সম-পরিমাণ ক্যাস্টর অয়েল মেশান।

- একটা তুলার প্যাড এই মিশ্রণে ডুবিয়ে তা মাথার ত্বকে মালিশ করুণ এবং বাকি রস সম্পূর্ণ চুলে মেখে নিন।

- মিশ্রণটি চুলে মেখে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। এরপর সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন ও কন্ডিশনার ব্যবহার করুন।

ব্যবহার

এই মাস্ক চুল ঘন ও মজবুত করতে সহায়তা করে। ভালো ফলাফল পেতে সপ্তাহে একবার ব্যবহার করতে হবে। পেঁয়াজের গন্ধ দূর করতে সুগন্ধিযুক্ত কন্ডিশনার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

আরও পড়ুন