নখের আশপাশের শুষ্ক চামড়ার সমস্যা এড়াতে
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2021 06:48 PM BdST Updated: 17 Jan 2021 06:48 PM BdST
শুষ্ক ত্বকের সমস্যা থেকে নখের চারপাশের চামড়া ওঠা সমস্যা দেখা দেয়।
আর শীতকালে এই সমস্যা বাড়ে।
নখের চারপাশের চামড়া যা কিউটিকল হিসেবে পরিচিত। শীতকালের শুষ্ক আবহাওয়া, বার বার স্যানিটাইজার ও রাসায়নিক পণ্য ব্যবহার ইত্যাদি নানান কারণে হাত শুষ্ক হওয়া থেকে কিউটিকল’য়ে শুষ্কতাসহ নানান সমস্যা দেখা দেয়।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কিউটিকলের সমস্যা দূর করার উপায় সম্পর্কে জানানো হল।
নারিকেল বা কাঠবাদাম বা জলপাইয়ের তেল: দেহের আর্দ্রতা রক্ষা করতে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি, এক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার উপকারী। এই তিনটি তেল আর্দ্রতা রক্ষাকারী উপাদান সমৃদ্ধ এবং এগুলো মুখ ও শরীরের তেল হিসেবে ব্যবহৃত হয়। কয়েক ফোঁটা তেল হাতে নিয়ে কিউটিকেলের ওপরে মালিশ করুন। এটা ত্বকের শুষ্কতা দূর করবে ও হাত কোমল রাখবে।
কলা ও মধুর মিশ্রণ: একটা কলা চটকে তাতে এক টেবিল-চামচ মধু যোগ করুন। এই মাস্ক সারা হাতে ব্যবহার করতে পারেন। অথবা কেবল আঙ্গুলে কিউটিকলের ওপরেও ব্যবহার করা যায়। মধু প্রাকৃতিক আর্দ্রতা রক্ষাকারী উপাদান সমৃদ্ধ এবং কলা ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে।
শিয়া বাটার: শুষ্ক কিউটিকলের সমস্যা থেকে মুক্তি পেতে শিয়া বাটার ভালো কাজ করে। এই ভেষজ বাটার ত্বককে তাৎক্ষনিকভাবে আর্দ্র করতে ও আর্দ্রতা বজায় রেখে কোমলভাব রক্ষা করতে সহায়তা করে। ত্বকে শিয়া বাটারের পর ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটা কিউটিকলের সমস্যা দূর করে।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই