এবার অনলাইনে এমদাদ হক
লাইফস্টাইল ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2021 09:14 PM BdST Updated: 11 Jan 2021 09:14 PM BdST
ফ্যাশন ডিজাইনার এমদাদ হক নিয়ে আসছেন ‘এমদাদ’ নামে ব্র্যান্ড ডিজিটাল প্ল্যাটর্ফম।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ’য়ের উপ-সভাপতি ও ‘মেধা’র প্রতিষ্ঠাতা ডিজাইনার এমদাদ হক দীর্ঘ বিরতির পর আবারও সক্রিয় হয়ে উঠছেন নিজের নকশার পোশাক নিয়ে।
তবে এবার নির্দিষ্ট কোনো বিক্রয়কেন্দ্র নয়। পুরো আয়োজনটাই থাকবে অনলাইনে।
বহুদিন অসুস্থ থাকার পর তার এই কাজে ফিরে আসা এবং শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার প্রাক্কালে নিজেকে আবার সক্রিয় করার চেষ্টা করছেন।
তার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিয়ত ফেসবুক ‘আইঅ্যামএমদাদহক’ এই পেইজের মাধ্যমে তিনি তুলে ধরছেন নতুন আঙ্গিকে তার বিশেষত্ব, পোশাক ও অন্যান্য পণ্য।

কুইল্টের দাম ৭ হাজার ৫শ’ টাকা। শুধু তাই নয় বিয়ের জন্য থাকছে ওয়েডিং কুইল্ট ভেলভেট, কাতান সংযুক্ত। দাম ৯ হাজার থেকে ১০ হাজার টাকা।
আরও থাকছে বর্জ্য সুতি সুতায় হাতে কাটা ও তাঁতে তৈরি খাদি কাপড়ের পঞ্চ। ছেলে ও মেয়েদের খাদি ও চেক শাল। দাম ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ টাকা। থাকবে বছর জুড়ে মাসব্যাপি নতুন নতুন আকর্ষণ। আরও থাকছে গামছা টাই-ডাই তৈরি ফিউশন পোশাক। দাম ২ হাজার থেকে আড়াই হাজার টাকা।
এছাড়াও রয়েছে বিয়ের পোশাক

ফিরে দেখা
১৯৮৫ সাল থেকে দেশীয় ফ্যাশন জগতে যুক্ত আছেন এমদাদ হক। সেই সময়ে বিচিত্রা ম্যাগাজিনের ফ্যাশন-বিভাগ থেকে যাত্রা শুরু। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপণন বিভাগে পড়াশোনা শেষে যোগ দেন ব্র্যাক’য়ের প্রতিষ্ঠান ‘আরডিপি’তে। পাঁচ বছর সেখানে কাজ করেন সিল্ক সেরিকালচার চাষের বিভিন্ন প্রক্রিয়া ও হ্যান্ডলুমে পরীক্ষিত সিল্ক উৎপাদনে।

সেই বছরেই গ্রামীন উদ্যোগের কর্মকর্তাদের সঙ্গে শুরু করেন ‘বাংলার মেলা’। তেরো বছর সেই প্রতিষ্ঠান আগলিয়ে পরে তিনি নিজের নামেই ব্র্যান্ড চালু করেন, নাম ‘স্টুডিও এমদাদ’। তবে শারীরিক অসুস্থতার কারণে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি নিজের ব্র্যান্ড।
মেধা
এভাবে কটা বছর কেটেছে। তারপর ২০২০ সালে ‘মেধা’, ‘আমরাও পারি’ নামে ফাউন্ডেশন তৈরির পরিকল্পনা নেন।

অভিনেতা আফজাল হোসেনের তৈরি করা লোগো ও সচিব নাসির উদ্দিনের দেওয়া ট্যাগলাইনে নিয়ে মেধা’য় এখন চলছে মনের কথা জানিয়ে চিঠি লেখা ও চিঠি পাঠ।
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- টিভি সূচি (রোববার, ১৭ জানুয়ারি ২০২১)
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব