প্রতিদিন ভ্রু’র যত্ন নেওয়ার পন্থা

ভ্রু’র যত্ন নিতে প্রতিদিন মেনে চলুন সহজ কিছু নিয়ম।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2020, 05:40 AM
Updated : 30 Dec 2020, 05:40 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সুন্দর ঘন ভ্রু পাওয়ার উপায় সম্পর্কে জানানো হল।

- প্রতিদিন ভ্রু আঁচড়ে নিন। এতে ভ্রুয়ের বৃদ্ধি ভালো হয় ও দেখতে গোছানো লাগে।

- অতিরিক্ত ভ্রু প্লাক করবেন না। ভ্রুয়ের নিজস্ব ঘনত্ব বজায় রেখে কেবল আশপাশের বাড়তি লোমগুলো তুলে ফেলুন। এতে ভ্রু মোটা ও সুন্দর থাকবে।

- ভ্রু’য়ের রেখার বাইরের অংশ ‘আইব্রো ট্রিমার’য়ের সাহায্যে ট্রিম করে নিতে পারেন। এতে আকার ঠিক রেখে স্যালনের মতো ভ্রু প্লাক করা যাবে। 

- ভ্রুতে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল মালিশ করে আঁচড়ে নিন। প্রতিদিন রাতে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে ভ্রুয়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে।

- ভ্রু প্লাক বা ট্রিম করার পরে অ্যালো ভেরা জেল ব্যবহার করুন। এটা প্রদাহ কমাতে সহায়াত করে ও উজ্জ্বলতা বজায় রাখে।

- ভ্রুতে ধুলাবালি ও ময়লা জমে ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত এক্সফলিয়েট করতে ভুলবেন না।

- এক চা চামচ জলপাইয়ের তেলের সঙ্গে এক চা-চামচ চিনি মিশিয়ে ভ্রু স্ক্রাব করে নিন। ভালো ফলাফল পেতে গোসলের সময় সপ্তাহে দুদিন এই পদ্ধতি অনুসরণ করা ভালো।

- নিয়মিত মেইকআপের ভ্রুয়ের জেল ব্যবহার না করে ‘আইব্রো সিরাম’ ব্যবহার করুন। এটা ভ্রুয়ের ঘনত্ব বাড়াতে সহায়তা করে।

আরও পড়ুন