শিক্ষার্থীদের জন্য কাতার এয়ারওয়েজ’য়ের এক্সক্লুসিভ প্রোগ্রাম
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020 03:53 PM BdST Updated: 24 Nov 2020 03:53 PM BdST
কাতার এয়ারওয়েজ বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ প্রোগ্রাম চালু করেছে।
স্টুডেন্ট ক্লাবটি এয়ারলাইন্সের প্রিভিলেজ ক্লাবের লয়্যালিটি প্রোগ্রাম দ্বারা চালিত এবং তাদের শিক্ষাজীবন জুড়ে শিক্ষার্থীদের তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করবে।
এই বিমান সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টুডেন্ট ক্লাবের সদস্যরা সঞ্চয় এবং ফরমায়েশী সুবিধা উপভোগ করবেন। যেমন- ফ্লাইটে বিশেষ ভাড়া, অতিরিক্ত লাগেজ বহন সুবিধা, তাদের ফ্লাইটের তারিখ পরিবর্তন করার নমনীয়তা, যাত্রাকালে কমপ্লিমেন্টারি সুপার ওয়াই-ফাই এবং আরও অনেক কিছু।
তারা কাতার এয়ারওয়েজ প্রিভিলেজ ক্লাবে সয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত হবে- এমনকি আরও বেশি সুবিধা অর্জনে এবং স্নাতক উপহার হিসাবে এক স্তর আপগ্রেডের পাশাপাশি তারা যদি কোনো বন্ধুকে স্টুডেন্ট ক্লাবে রেফার করে তাহলে ৫ হাজার কিউমাইলস উপার্জনের সুযোগ পাবেন।
কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আকবর আল বাকার বলেন, “আমাদের নতুন স্টুডেন্ট ক্লাবটি শিক্ষার্থীদের প্রয়োজনের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভ্রমণ তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বা সেমিস্টার সময়ের জন্য বিদেশে পড়াশোনা করতে যান। আমরা আরও জানি যে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ছুটিগুলি শিক্ষার্থীদের পরিবার বা বন্ধুবান্ধব বা বিশ্বকে দেখার জন্য একটি দুর্দান্ত সুযোগ। আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের চাহিদা শুনে, আমরা আমাদের স্টুডেন্ট ক্লাবের সঙ্গে আকাশে ভ্রমণে তাদের সহায়তা করতে পেরে আনন্দিত।”
প্রিভিলেজ ক্লাবের সদস্য হিসাবে শিক্ষার্থীরা কাতার এয়ারওয়েজ, ওয়ানওয়ার্ল্ড এয়ারলাইনস বা এয়ারলাইন্সের কোনো অংশীদারদের সঙ্গে ভ্রমণ করার সময় কিউমাইলস উপার্জন করবে।
কাতার এয়ারওয়েজের ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং প্রিভিলেজ ক্লাবের খুচরা এবং লাইফস্টাইল অংশীদারদের সঙ্গে কেনাকাটার সময়ও কিউমাইলস উপার্জন করতে পারবেন।
কিউমাইলস দিয়ে অনেক আকর্ষণীয় সুবিধা পাওয়া যাবে যার মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজে ফ্লাইট জেতা, আপগ্রেড বা অতিরিক্ত ব্যাগেজ সুবিধা, কাতার ডিউটিফ্রিতে কেনাকাটার পাশাপাশি অংশীদারদের ফ্লাইট এবং হোটেল থাকা সুবিধা।
স্টুডেন্ট ক্লাবের সদস্যরা একটি ডিজিটাল কার্ড পাবেন, যা তাদের মোবাইল ওয়ালেটে বা কাতার এয়ারওয়েজের মোবাইল অ্যাপ্লিকেশনে সংরক্ষণ করা যেতে পারে। ১৮ থেকে ৩০ বছর বয়সি সমস্ত শিক্ষার্থী এই প্রোগ্রামে যোগদানের যোগ্য।
কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটের স্টুডেন্টক্লাব বিভাগে গিয়ে স্টুডেন্ট ক্লাবে যোগদান করা যাবে।
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
- করোনাভাইরাস: এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সবচেয়ে কম
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি