ত্বকে প্রাকৃতিক উপাদান ব্যবহারে সতর্কতা
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2020 01:31 PM BdST Updated: 20 Nov 2020 01:31 PM BdST
কিছু প্রাকৃতিক উপাদান দেহের সব অংশে ব্যবহারের জন্য নয়।
ত্বক ভালো রাখতে প্রাকৃতিক উপাদানের জুড়ি নেই। তবে সঠিকভাবে না জানার কারণে অনেকেই ভুল ভাবে ভুল উপাদান ব্যবহার করেন।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ত্বকের জন্য ক্ষতিকারক এমন কয়েকটি উপাদান সম্পর্কে জানান হল।
চিনি ও কফির গুঁড়া: মুখ স্ক্রাব করতে অনেকেই চিনি ও কফির দানা ব্যবহার করেন। এর ধারালো পাশ ত্বকে ক্ষতের সৃষ্টি করে যা পরে দ্রুত বয়সের ছাপ ফেলতে ভূমিকা রাখে। ত্বকের পক্ষে অনেক বেশি রুক্ষ হওয়ায় এটা ত্বকে প্রদাহ সৃষ্টি করে।
নারিকেল তেল: ত্বকের যত্নে অনেকেই নারিকেল তেল ব্যবহার করে থাকেন। এটা অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান সমৃদ্ধ যা ত্বকের জন্য ভালো কাজ করলেও লোমকূপ আবদ্ধ করে ফেলে। তাই ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে। নারিকেল তেল চুল ও শরীরের জন্য ভালো। তবে মুখে ব্যবহার করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
লেবু: লেবু খাওয়া উপকারী। কিন্তু সরাসরি এটা ত্বকে ব্যবহার করা মোটেও নিরাপদ নয়। লেবু অনেক বেশি ক্ষারীয় এবং এর পিএইচ’য়ের মাত্রা প্রায় দুই। আমাদের ত্বকের প্রাকৃতিক পিএইচ মাত্রা হল ৪.৭-৫.৮। তাই ত্বকে লেবুর রস ব্যবহার ত্বককে আলোর প্রতি সংবেদনশীল করে ফেলে। যে কারণে ত্বকে ছোপ ছোপ দাগ ও রোদেপোড়ার সমস্যা দেখা দিতে পারে।
বেইকিং সোডা: লেবুর মতো বেইকিং সোডাও ত্বকে পিএইচয়ের মাত্রা নষ্ট করে। পিএইচয়ের ৮ম মাত্রায় এটা অত্যন্ত ক্ষারীয় যা ত্বকে জন্য ক্ষতিকারক। এর ফলে ত্বক শুষ্ক, ব্রণের সংক্রমণ ও দ্রুত বয়সের ছাপ দেখা দিতে পারে।
দারুচিনি: মসলা খাওয়ার জন্য, ত্বকের জন্য নয়। দারুচিনি সংবেদনশীল ত্বকে জ্বলুনি, র্যাশ, পোড়াভাব সৃষ্টি করে। এছাড়াও, এটা ত্বকের সুরক্ষার স্তরকে ক্ষতিগ্রস্ত করে প্রদাহ সৃষ্টি ও শুষ্ক করে ফেলতে পারে।
অ্যাপল সাইডার ভিনিগার: এটা প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করা হয়। দীর্ঘদিন অ্যাপল সাইডার ব্যবহারে ত্বকের অভ্যন্তরের জন্য ভালো হলেও বাইরের জন্য তা ভালো নয়। এর পিএইচ’য়ের মাত্রা প্রায় ২-৩, যা ত্বকের জন্য অনেক বেশি অ্যাসিডিক। যেখানে টোনার ত্বকের পিএইচ স্বাভাবিক করে সেখানে অ্যাপল সাইডার ভিনিগার বরং কমিয়ে ফেলে। এতে ত্বকে জ্বলুনি ও পোড়াভাবের সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)