মঙ্গল কামনায় ‘কার্তিকের উপবাস’

বিপদ-আপদ আর রোগ-ব্যাধি থেকে রক্ষা পেতে কার্তিক মাসে উপবাস পালন আর প্রদীপ জ্বালাতে বলেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। প্রিয়জনের মঙ্গল কামনায় সেই থেকে কার্তিক মাসের শেষ ১৫ দিনের শনি ও মঙ্গলবার উপবাস পালন শেষে প্রদীপ আর ধুপ জ্বেলে প্রার্থনায় শামিল হন লোকনাথ ভক্ত অগুনতি সনাতন ধর্মাবলম্বী। করোনাভাইরাস মহামারীর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় পুরনো ঢাকার স্বামীবাগ লোকনাথ আশ্রমে সমবেত হয়েছিলেন হাজারো পুণ্যার্থী।

মোস্তাফিজুর রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 06:08 PM
Updated : 10 Nov 2020, 06:15 PM