প্রণয়ের মানুষটা কি ভালো? যাচাইয়ের জন্য রয়েছে ছোট্ট কৌশল

প্রথম দেখার দিনে মাত্র ত্রিশ সেকেন্ডে মানুষ যাচাই করার পন্থা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 12:10 PM
Updated : 25 Oct 2020, 12:10 PM

পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে ছেলে ও মেয়ে একে অপরকে জানার সুযোগ কতটুকুই বা পায়। প্রেমের সম্পর্কের শুরুতেও একে অপরকে মনে হয় সারাজীবনের সঙ্গী হওয়ার মতো মানুষ, পরে আবার রূপ পাল্টে যায়।

তাই আপনার সঙ্গে থাকা মানুষটি আপনার সঙ্গে যেমন আচরণ করছে, ব্যক্তিগত জীবনেও সে তেমনই কি-না তা জানা জরুরি। এখন এই মানুষটার কোনো পরিচিত মানুষ আপনারও পরিচিত না হলে কী করে তা বোঝা যেতে পারে?

সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে জানানো হল একটি সরল উপায়।

নতুন পরিচয়ের সময় নজর রাখুন আর্থ-সামাজিক দিক থেকে নিজের থেকে নিম্নবস্থানের মানুষের প্রতি তার আচরণ কেমন সেই দিকে।

রিক্সাচালক, বাসের ‘কন্ডাকটর’য়ের সঙ্গে তার আচরণ কেমন? রেস্তোরাঁয় ‘ওয়েটার’য়ের সঙ্গে তার কথা বলার ভঙ্গি কেমন? এই মানুষগুলোর সামান্যতম সুবিধা-অসুবিধার কথা কি সে চিন্তা করে?

এই মানুষগুলোর প্রতি তার আচরণ যদি নম্র, ভদ্র হয় তবে সেই মানুষটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা ভাবতে পারেন।

তবে আপনার সঙ্গে মিষ্টি আচরণ আর অন্যদের সঙ্গে যদি তার আচরণে দাম্ভিকতা প্রকাশ পায় তবে সেখানে সমস্যা আছে। হয়ত আপনার ভালোলাগা অর্জনের জন্যই নম্র আচরণের মুখোশ পরে আছে ওই ব্যক্তি।

এমন ব্যক্তিকে বাহ্যিক দিক থেকে যতই পছন্দ হোক না কেনো, তার সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক ভালো না যাওয়ার সম্ভাবনাই বেশি।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন