সুন্দর চুলের জন্য ভিটামিন ই তেল
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2020 04:55 PM BdST Updated: 13 Oct 2020 04:55 PM BdST
ভিটামিন ই কেবল ত্বক নয়, চুল সুন্দর রাখতেও সহায়তা করে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুলে ভিটামিন ই তেল ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানানো হল।
মাথার ত্বক পরিচর্যায়: দেহের মতো মাথার ত্বক আর্দ্র রাখতেও সহায়তা করে এই তেল। ভিটামিন ই তেল মালিশের মাধ্যমে মাথার ত্বক পুনুরুজ্জীবিত করার পাশাপাশি আর্দ্র রাখা যায়।
চুলের দ্রুত বৃদ্ধি: ভিটামিন ই তেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা কোষের ক্ষয় রোধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন ই কৈশিক নাড়ী প্রভাবিত করার মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুল দ্রুত বড় হয়।
চকচকেভাব আনে: ভিটামিন ই তেল ব্যবহারে চুলে চকচকে-ভাবে আসে। এটা চুলের আর্দ্রতা ধরে রেখে উজ্জ্বল ও চকচকে ভাব আনতে সহায়তা করে।
চুল শক্ত করে: আগা ফাটা ও চুল পড়ার সমস্যা দূর করার পাশাপাশি ভিটামিন ই তেল চুলের গোড়া মজবুত করতেও সহায়তা করে। যেহেতু এই তেল চুলকে ক্ষয় থেকে রক্ষা করে এবং আগা ফাটার সমস্যা কমায় তাই চুল হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল ও মজবুত।
চুল পড়া কমায়: ভিটামিন ই তেলের অ্যান্টিঅক্সিডেন্ট জারণ চাপ কমায়। চুলের গোড়া ভেঙে যাওয়া রোধ করে। এভাবে ভিটামিন ই তেল মালিশের মাধ্যমে চুল পড়া কমিয়ে তা বৃদ্ধিতে সহায়তা করে।
তৈরি পদ্ধতি
বাজারে ভিটামিন ই তেল কিনতে পাওয়া যায়।
তবে ঘরে তৈরি করতে চাইলে ওষুধের দোকান থেকে ভিটামিন ই ক্যাপসুল কিনে এনে এক টেবিল-চামচ নারিকেল তেলের সঙ্গে তিনটি ক্যাপসুল ভেঙে এর ভেতরের তরলটা মিশিয়ে নিন। তারপর অর্ধেক লেবুর রস দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি আপনার ভিটামিন ই তেল।
ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও
আরও পড়ুন
চুলের বৃদ্ধিতে জলপাইয়ের তেলের ভূমিকা
সর্বাধিক পঠিত
- ব্যাটে-বলে সাকিবের দুই রূপ, কলকাতার অবিশ্বাস্য হার
- মামুনুলের মাদ্রাসা থেকে গ্রেপ্তার হেফাজত নেতা ইলিয়াস: র্যাব
- বায়ার্নের বিপক্ষে হেরেও সেমিতে পিএসজি
- ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে চেলসি
- করোনাভাইরাস: দেশে এক দিনে ৯৬ মৃত্যু
- কলকাতার হয়ে ৫০ ম্যাচ, সাকিবের জন্য বিশেষ ক্যাপ
- আঙুল ভেঙে আইপিএল শেষ স্টোকসের
- লকডাউনে চলাচলে ‘মুভমেন্ট পাস’ চালু
- লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার খোলা
- ‘সর্বাত্মক লকডাউনের’ প্রথম দিনে ঢাকায় কড়াকড়ি