ঘন ভ্রু পাওয়ার সহজ উপায়

মেইকআপের সাহায্যে ভ্রু সন্দর করে আঁকা যায় ঠিকই কিন্তু তা প্রকৃত অর্থে ভ্রুকে সুন্দর করে তোলে না।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 07:07 AM
Updated : 6 Oct 2020, 07:07 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাকৃতিকভাবে ভ্রু সুন্দর করার উপায় সম্পর্কে জানানো হল।

- ভ্রু থেকে যে কোনো রকমের ময়লা ও ব্যবহৃত প্রসাধনী দূর করতে আলতোভাবে তা এক্সফলিয়েট করে নিন। এটা ভ্রুয়ের পরিচ্ছন্নতা বজায় রাখে এবং বৃদ্ধি দ্রুত করে। প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করা উপকারী। এক চা চামচ জলপাইয়ের তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও এক চা-চামচ গুঁড়া চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে তা ধুয়ে নিন।

- ভ্রু সব সময় আঁচড়ে রাখুন। ভ্রু আঁচড়ানো এর বৃদ্ধিতে সহায়তা করে ও স্বাস্থ্য ভালো রাখে।

- ভ্রু’তে ক্যাস্টর অয়েল মালিশ করুন। এটা ভ্রু’র বৃদ্ধিতে ও তা মসৃণ রাখতে সহায়তা করে। ক্যাস্টর অয়েল নতুন ভ্রু গজাতে, উজ্জ্বল ও মসৃণ রাখতে সহায়তা করে।

- ভ্রু সাজাতে মেইকআপ ব্যবহার না করে ভ্রুয়ের উপকারী সিরাম ব্যবহার করা ভালো। এর সঙ্গে ভ্রুয়ের চিরুনি দেওয়া থাকে যা ভ্রু সাজাতে সহজ হয়। সিরামে ভ্রু ঘন করার উপাদান ব্যবহার করা হয়ে থাকে যা ভ্রুকে সুস্থ ও সুন্দর রাখতেও সহায়তা করে।

প্রতীকী ছবির মডেল: জাকিয়া উর্মি।

আরও পড়ুন