বার্ধক্যের ছাপ রোধ: বাদ যাবে না গলা ও হাতের ত্বক
লাইফটাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2020 05:05 PM BdST Updated: 26 Sep 2020 05:05 PM BdST
বলিরেখা রোধে শুধু মুখ নয় গলা ও হাতেরও যত্ন নিতে হয়।
ত্বকের যত্ন বলতে অনেকে কেবল মুখের যত্ন নেন। ফলে পরিচর্যা থেকে বাদ পড়ে যায় গলা ও হাতের মতো গুরুত্বপূর্ণ অংশ। ফলে মুখ সুরক্ষিত থাকলেও বয়সের ছাপ দেখা দেয় গলা ও হাতে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গলা ও ত্বকের বয়সের ছাপ কমানোর উপায় সম্পর্কে জানানো হল।
মুখের ত্বকের পাশাপাশি বয়সের সঙ্গে সঙ্গে গলার ত্বক ক্ষতিগ্রস্ত হয়। পড়ে বয়সের ছাপ।
পরামর্শ
গলার ত্বক অনেক পাতলা এবং প্রাকৃতিকভাবেই তৈলাক্ত হয় না। তাই মুখে ব্যবহার করার ময়েশ্চারাইজার গলাতেও ব্যবহার করতে হবে।
এছাড়াও চাইলে তেল বা আর্দ্রতা রক্ষাকারী ক্রিম ব্যবহার করা যায়।
বাইরে যাওয়ার আগে গলায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অনেকক্ষণ বাইরে থাকলে এসপিএফ সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করা উপকারী।
বয়সের ছাপ দূর করতে আমরা অনেকেই হাতের দিকে মনোযোগ দেই না। মহামারীর থেকে নিরাপদে থাকতে কারণে আমাদের কিছুক্ষণ পরপর হাত ধুতে হয়। ফলে হাত আগের চেয়ে অনেক বশি শুষ্ক হয়ে পড়ে।
হাতে বয়সের ছাপ পড়া শুরু করলে তা সহজে দূর হয় না। তাই শুরু থেকেই এদিকে মনোযোগ রাখা উচিত।
পরামর্শ
হাতের ক্রিম ব্যবহার করতেই হবে। হাত ধোয়ার পরে অবশ্যই নিয়মিত ময়েশ্চাইজার ব্যবহার করা উচিত। ভালো ফলাফলের জন্য উন্নত মানের হাতের মাস্ক সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।
ছবির মডেল: লারা লোটাস। মেইকআপ: ড্রিমস বিউটি পার্লার। ছবি: আব্দুল মান্নান।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে