ওজন কমানোর সহজ কৌশল
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2020 11:56 AM BdST Updated: 14 Sep 2020 11:56 AM BdST
নিয়ম করে স্বাভাবিক খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে ওজন কমানোর চেষ্টা করা যেতে পারে।
স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ওজন কমানোর সহজ কিছু উপায় সম্পর্কে জানানো হল।
* ওজন কমাতে চাইলে প্রথমেই, ভালো মতো চিবিয়ে খাওয়া জানতে হবে। গবেষণায় জানা যায়, খাবার যত চিবিয়ে খাওয়া হয় ক্যালরি তত দ্রুত ভাঙতে সহায়তা করে।
যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটি’র করা গবেষণায় জানা গেছে, যারা খাবার ভালো মতো চিবিয়ে খায় না তাদের মধ্যে ৯০ শতাংশই প্রায় দ্বিগুণ খাবার গ্রহণ করেন।
* পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খান। কার্বোহাইড্রেট ও চর্বির চাইতে প্রোটিন বেশি সময় পেট ভরা অনুভূত রাখতে সহায়তা করে। এছাড়াও, এটা পেশি গঠন, চর্বি পোড়ানো এবং একই সময়ে পেট ভরা অনুভূত হতে সহায়তা করে। সকালে প্রোটিন সমৃদ্ধ নাস্তা করা ভালো। এতে সারাদিন ভালোভাবেই অতিবাহিত হয়।
যুক্তরাষ্ট্রের ‘লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটি’র বিজ্ঞানীদের মতে, যারা সকালের নাস্তায় ডিম রাখে তারা অন্যদের তুলনায় দুই তৃতীয়াংশ পরিমাণ বেশি ওজন কমাতে সক্ষম হন। তবে ডিম অবশ্যই ভাজার পরিবর্তে সেদ্ধ, পোচ, বা ‘স্ক্রাম্বল’ করে খেতে হবে। ডিম ভাজা কেবল শরীরে বাড়তি চর্বি যোগ করে।
* চকলেটের প্রতি আকর্ষণ থেকে থাকলে কাগজে মোড়ানো থাকে এমন একটা ক্যান্ডি বা চকলেট খেতে পারেন। এতে বাড়তি চকলেট খাওয়ার সম্ভাবনা কমে যাবে- এমনটাই জানা গেছে ‘নিউট্রিশনাল জার্নাল অ্যাপেটাইট’ থেকে।
* সঙ্গে ফল রাখুন। শরীরচর্চা, বাজার করা এমনকি বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলেও যদি ক্ষুধা অনুভূত হয় তাহলে ফল খেয়ে নিন। এটা শক্তি যোগাবে। পাশাপাশি বাইরের মিষ্টি-জাতীয় খাবারের প্রতি ঝোঁক কমাবে।
* খাবারের পরে দাঁত ব্রাশ করে নিন। বিশেষ করে বিকালের নাস্তার পর। কারণ পেস্টের ‘মিন্ট’ স্বাদ মিষ্টি-জাতীয় খাবারের আগ্রহ কমায়। তাছাড়া ব্রাশ করার পরে কোনো খাবার বা পানীয় সুস্বাদু লাগে না। এতে খাবারের প্রতি আকর্ষণ কমে।
* নিজেকে নিয়ে যদি খুব বেশি অসুখী হয়ে থাকেন তাহলে নিজের অন্তর্বাসে একটা ছবি তুলে রাখুন, এটা আপনাকে অতিরিক্ত খাবার থেকে বিরত রাখবে এমন ওজ়ন কমাতে অনুপ্রেরণা দিবে। বাড়তি খাবারের আগ্রহ জাগলে এই ছবির কথা আগেই মাথায় আসবে।
* খাওয়া শেষ হওয়ার পরে বাড়তি খাবার যত তাড়াতাড়ি সম্ভব রেফ্রিজারেইটরে তুলে রাখুন। অন্যথায় মজার বা পছন্দের খাবার সামনে থাকলে তা আবার খেতে ইচ্ছা হওয়ার ঝুঁকি থাকে। এতে করে যেমনি খাবার বেশি খাওয়ার ঝুঁকি কমে যায় তেমনি পরদিন আবার পছন্দের খাবারটি পাওয়ার সুবিধাও রয়ে যায়।
* পছন্দের খাবার বাদ দেওয়ার প্রয়োজন নেই। কোনো কিছু বাদ দিতে চাইলে তার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। সব সময় স্বাস্থ্যকর খাবার খেলে মাঝে মধ্য পছন্দের খাবার খাওয়া যেতেই পারে। তবে তা যেন পরিমাণে খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
* খাবারে মসলা যোগ করুন। মসলা বা মরিচের গুঁড়া খাবারে যোগ করা মানে কেবল স্বাদ বৃদ্ধি না বরং এটা পেটভরা অনুভূতি দিতে সাহায্য করে।
* খাবারে বর্ণের বৈচিত্র্য আনুন। বর্ণের বৈচিত্র্য অর্থাৎ রঙিন খাবার বলতে বোঝায় তাজা ফল ও সবজি। নানারকম শাক, লাল ও হলুদ ফল এবং সবজি খাওয়া চোখ ও শরীরের জন্য উপকারী।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে