মূল্যছাড় ও নতুন বিক্রয়কেন্দ্র

দেশীদশ, কে ক্র্যাফট, সারা ও লে রিভে মূল্যছাড়। কক্সবাজারে সেইলর।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 03:07 PM
Updated : 1 Sept 2020, 03:07 PM

১১ বছর পেরিয়ে দেশীদশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় দিচ্ছে দেশীদশের দশটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এগারো বছর পূর্তি উপলক্ষ্যে সব  ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় চলছে। বাছাই করে নয়, সকল পণ্যে। যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

দেশীদশ-এর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল ও গুলশান, চট্টগ্রাম, সিলেট এবং বগুড়ার কেন্দ্র থেকে নিতে পারবেন মূল্যহ্রাসের এই সুযোগ।

২০০৯ সালের যাত্রা শুরু হয়েছিল দেশীয় তাঁত ও কারুশিল্পীদের কাজ নিয়ে নিয়োজিত দশটি প্রতিষ্ঠানের সম্মিলিত একটি উদ্যোগ ‘দেশীদশ’। বর্তমানে দেশীয় ফ্যাশন শিল্পের অন্যতম ১০টি প্রতিষ্ঠান: নিপুন, কে ক্র্যাফট, অঞ্জন্স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি দেশীদশের সদস্য।

কে ক্র্যাফটে ৫০ শতাংশ মূল্যছাড়

ক্রেতাদের কেনাকাটার ওপর এই পোশাক ব্র্যান্ড দিচ্ছে নির্বাচিত পোশাকে ৫০ শতাংশ মূল্যছাড়।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মূল্যছাড় চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, বগুড়া, নারায়ণগঞ্জসহ সকল বিক্রয়কেন্দ্রে এই সুবিধা পাওয়া যাবে।

দুই শতাধিক ডিজাইনে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে ‘সারা’

সারা লাইফস্টাইল লিমিটেড এবার তাদের পোশাকের দুই শতাধিক ডিজাইনের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘বিগ ফ্যাট সেল’য়ের আওতায় এই মূল্যছাড় ২১ অগাস্ট থেকে শুরু হলেও ঢাকার মিরপুর-৬, বসুন্ধরা সিটির লেভেল ১, মোহাম্মাদপুরের রিং রোড, উত্তরার সোনারগাঁ জনপদ, সেক্টর-৯ ও বারিধারা জে ব্লকের বিক্রয়কেন্দ্রে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই এই সুবিধা পাওয়া যাবে।

এছাড়া সারালাইফস্টাইল ডটকম ডটবিডি, তাদের ফেইসবুক পেইজ থেকেও এই মূল্য ছাড় পাওয়া যাবে।

লে রিভে’য়ে ৫০ শতাংশ ছাড়

তৈরি পোশাক ব্র্যান্ড লে রিভে সকল পোশাকের ওপর দিয়েছে শতকরা ৫০ শতাংশ ছাড়।

পুরুষ, নারী ও ছোটদের বিভিন্ন রকমের পোশাক, প্যান্ট, পাদুকার ওপর এই মূল্যছাড় দেওয়া হচ্ছে।

সৈকত নগরীতে সেইলর’এর ১৯তম বিক্রয়কেন্দ্র

কক্সবাজার কলাতলী বিচের খুব কাছে হোটেল সি প্যালেসের সামনে উদ্বোধন হল সেইলর’য়ের ১৯তম বিক্রয়কেন্দ্র।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ২৮ অগাস্ট বিকালে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের পরিচালক জুনায়েদ আবু সালেহ মুসা এবং চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ অন্যান্য শীর্ষ কার্যনির্বাহী কর্মকর্তারা।