ধাপে ধাপে ত্বকের যত্ন

ত্বকের যত্ন নিতে ধারাবাহিকতা বা কোনটার পরে কোনটা ব্যবহার করতে হয় তা  জানা না থাকলে প্রসাধনী ঠিক মতো কাজ করতে পারে না।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2020, 01:02 PM
Updated : 30 August 2020, 01:02 PM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বক পরিচর্যায় ব্যবহৃত প্রসাধনী ব্যবহারের ধারাবাহিকতা সম্পর্কে জানানো হল।

- ত্বকে পরিষ্কার করার পরে টোনার দিয়ে মুখ মুছের ফেলতে হবে। তারপর সিরাম ব্যবহার করতে হবে। ত্বকের বিশেষ প্রয়োজনে যেমন- বয়সের ছাপ, পিগ্মেন্টেইশন ইত্যাদির সিরাম ব্যবহার করে থাকলে তা টোনিংয়ের পরপরই ব্যবহার করতে হবে।

- এরপর চোখের জন্য আই ক্রিম বা আই সিরাম ব্যবহার করুন।

- ত্বক ও চোখের পরিচর্যায় সিরাম ও আই ক্রিম ব্যবহারের পরে তা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে প্রসাধনীর কার্যকারিতা বৃদ্ধি পাবে।

- যদি ত্বকে ‘ফেইস অয়েল’ ব্যবহার করতে পছন্দ করেন তাহলে ময়েশ্চারাইজারের পরে ত্বকে পছন্দের ‘ফেইস অয়েল’ ব্যবহার করতে পারেন।

- শেষ ধাপে, ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন। একইভাবে রাতেও ত্বকের পরিচর্যা করুন।

ছবির প্রতীকী মডেল: জেসমিন জুঁই। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন