ত্বকের যত্ন নিতে ধারাবাহিকতা বা কোনটার পরে কোনটা ব্যবহার করতে হয় তা জানা না থাকলে প্রসাধনী ঠিক মতো কাজ করতে পারে না।
Published : 30 Aug 2020, 07:02 PM
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বক পরিচর্যায় ব্যবহৃত প্রসাধনী ব্যবহারের ধারাবাহিকতা সম্পর্কে জানানো হল।
- ত্বকে পরিষ্কার করার পরে টোনার দিয়ে মুখ মুছের ফেলতে হবে। তারপর সিরাম ব্যবহার করতে হবে। ত্বকের বিশেষ প্রয়োজনে যেমন- বয়সের ছাপ, পিগ্মেন্টেইশন ইত্যাদির সিরাম ব্যবহার করে থাকলে তা টোনিংয়ের পরপরই ব্যবহার করতে হবে।
- এরপর চোখের জন্য আই ক্রিম বা আই সিরাম ব্যবহার করুন।
- ত্বক ও চোখের পরিচর্যায় সিরাম ও আই ক্রিম ব্যবহারের পরে তা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে প্রসাধনীর কার্যকারিতা বৃদ্ধি পাবে।
- যদি ত্বকে ‘ফেইস অয়েল’ ব্যবহার করতে পছন্দ করেন তাহলে ময়েশ্চারাইজারের পরে ত্বকে পছন্দের ‘ফেইস অয়েল’ ব্যবহার করতে পারেন।
- শেষ ধাপে, ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন। একইভাবে রাতেও ত্বকের পরিচর্যা করুন।
ছবির প্রতীকী মডেল: জেসমিন জুঁই। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন