গর্ভে বেড়ে ওঠা ছোট জীবনটার ভালোর জন্য চা-কফি গ্রহণের মাত্রা কমানো উচিত।
Published : 28 Aug 2020, 02:30 PM
দিনটাকে চনমনে করতে অথবা কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে এক কাপ কফির জুড়ি নেই। তবে গর্ভাবস্থায় এই অভ্যাস শিশুর জন্য ক্ষতিকর হতে পারে।
স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে, আইসল্যান্ডের রেকেয়াভিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাক জেমসের করা গবেষণার ফলাফল থেকে জানানো হয়, খাবার থেকে ক্যাফেইন বাদ দেওয়া গর্ভপাত, কম ওজনের সন্তান্ত ও মৃতসন্তান জন্ম দেওয়া থেকে রক্ষা করে।
ক্যাফেইন ও গর্ভাবস্থা
সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত ক্যাফেইন মোটেও গ্রহণ যোগ্য নয়। বিশেষজ্ঞদের, মতে দিনে দুই কাপের (২৫০ মি.লি.) বেশি ক্যাফেইন গ্রহণে নানান রকম অস্বস্তি, অনিদ্রা, উদ্বেগ এমনকি ডায়ারিয়ার মতো সমস্যা সৃষ্টি করে।
তাই, গর্ভাবস্থায় ক্যাফেইন থেকে দূরে থাকা ভালো।
‘বিএমজে এভিডেন্স-বেইজড মেডিসিন’ জার্নালে প্রকাশিত এই গবেষণার আলোকে আরও জানানো হয়, গর্ভাবস্থায় ক্যাফেইন গ্রহণের কোনো নিরাপদ মাত্রা নেই।
ক্যাফেইন গ্রহণ ও গর্ভাবস্থায় এর প্রভাব কেমন জানতে গবেষকরা ৩৭ জনের ওপর পর্যবেক্ষণমূলক পরীক্ষা চালিয়ে সিদ্ধান্ত নেন যে, ক্যাফেইন- গর্ভপাত, মৃতসন্তান প্রসব, কম ওজনের শিশুর জন্ম, শৈশবে লিউকোমিয়া, অতিরিক্ত ওজন ও স্থূলতার সঙ্গে সম্পর্কিত।
তারা গর্ভাবস্থায় নারীদের ক্যাফেইনযুক্ত খাবার থেকে বিরত থাকার পরামর্শ দেন। শুধু কফি নয় বরং কোলা, চকলেট ও চা’তেও ক্যাফেইন পাওয়া যায়।
এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, অতিরিক্ত ক্যাফেইন গর্ভের শিশুর বৃদ্ধি সীমিত, ওজন হ্রাস, অকাল জন্ম বা মৃতসন্তান জন্মের সঙ্গে সম্পর্কিত। ক্যাফেইনের চাহিদা কমাতে প্রতিদিন ৩০০ মি.গ্রা. কম ক্যাফেইন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
কফি ছাড়াও অন্যান্য খাবারে ক্যাফেইন রয়েছে। কয়েকটি খাবারে ক্যাফেইনের পরিমাণ সম্পর্কে জানানো হল।
এক মগ ইন্সট্যান্ট কফি- ১০০ মি.গ্রা.
এক মগ ফিল্টার কফি- ১৪০ মি.গ্রা.
এক মগ চা- ৭৫ মি.গ্রা.
এক ক্যান কোলা- ৪০ মি.গ্রা.
এক ক্যান ‘এনার্জি ড্রিংক’- ৮০ মি.গ্রা.
একটা চকোলেট বার (৫০ গ্রাম)- ২৫ মি.গ্রা.
মনে রাখতে হবে
এখানে কেবল গর্ভাবস্থায় ক্যাফেইনের প্রভাবের বিষয়ে উল্ল্যেখ করা হয়েছে। ক্যাফেইন ও গর্ভাবস্থার সঙ্গে ধূমপান বা খাদ্যাভ্যাসের মতো কোন সরাসরি সম্পর্ক দেখানো হয়নি।
এটা বোঝার জন্য আরও অনেক গবেষণার প্রয়োজন। তবে প্রয়োজনীয় মাত্রার অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করে থাকলে তা বাদ দেওয়া উচিত।
ছবি: রয়টার্স।
আরও পড়ুন