আর্দ্র মৌসুমে চুলের যত্ন

চুল ভালো রাখতে এই মৌসুমে চাই বাড়তি যত্ন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2020, 11:56 AM
Updated : 27 August 2020, 11:56 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুলের যত্ন নেওয়ায় কয়েকটি সহজ উপায় সম্পর্কে জানানো হল। 

- রুক্ষতা দূর করতে সপ্তাহে অন্তত দুইবার চুলে তেল ব্যবহার করুন। চুলের ধরন বুঝে মাথায় ২০ মিনিট থেকে দুতিন ঘণ্টা পর্যন্ত তেল রাখতে পারেন।

- বার বার চুল ধোয়া মানে চুল পাতলা হয়ে যাওয়া, এটা একটা ভ্রান্ত ধারণা। মৃদু শ্যাম্পু দিয়ে বিশেষত, এই মৌসুমে চুলে নিয়মিত শ্যাম্পু করা উচিত। নিয়মিত চুল পরিষ্কার রাখলে তা মাথার ময়লা ও তেলতেলে-ভাব দূর করে ও চুলের খুশকি এবং ফাঙ্গাসের কারণে হওয়া সংক্রমণ কমাতে সাহায্য করে।

- শরীরচর্চার সময় মাথায় টুপি ব্যবহার করবেন না। কারণ এই সময় প্রচুর ঘাম হয় এবং টুপির কারণে তা ঠিক মতো শুকাতে পারে না। ফলে ফাঙ্গাসের সংক্রমণ বেড়ে যায়।

- চুল ধোয়ার পরে সিরাম ব্যবহার করুন। এটা চুলের কোঁকড়া ও রুক্ষভাব নিয়ন্ত্রণ করে এবং ঝলমলেভাব ফুটিয়ে তোলে।

- চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু নির্বাচন করুন। চুল তৈলাক্ত হলে মৃদু শ্যাম্পু ব্যবহার করা ভালো। খুশকি থাকলে খানিকটা শক্তিশালি শ্যাম্পু ও সঙ্গে কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন।

ছবির প্রতীকী মডেল: বন্যা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন