নিখুঁত ত্বকের জন্য বরফ

ত্বক উপযোগী উপাদান বরফ বানিয়ে ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2020, 04:13 AM
Updated : 21 August 2020, 04:13 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল বিস্তারিত।

বরফ ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, বাড়তি তেল শুষে নেয়, ব্রণ কমায়। এমনকি উন্মুক্ত লোমকূপের সমস্যাও দূর করে।

বরফের ব্যবহার ত্বক সতেজ রাখার পাশাপাশি চোখের চারপাশের ফোলাভাব কমায়।

গ্রিন টি’য়ের বরফ

গরম পানিতে দুটি টি ব্যাগ ফুটিয়ে নিন। ঠাণ্ডা করে তা বরফের ট্রে’তে নিয়ে রেফ্রিজারেইটরে রাখুন। সুন্দর ত্বক পেতে ত্বকে আলতোভাবে এই বরফ ঘষে নিন। বরফ ত্বক সতেজ রাখে ও গ্রিন টিয়ের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক সুরক্ষিত ও সুন্দর রাখতে সহায়তা করে।

লেবু ও শসার বরফ: শসা ব্লেন্ড করে এতে লেবুর রস মিশিয়ে বরফ বানিয়ে নিন। ত্বক সতেজ করতে এই বরফ ব্যবহার করুন। এটা ত্বকের ক্লান্তিভাব দূর করে এবং লেবুর প্রাকৃতিক সিট্রিক অ্যাসিড ত্বককে ব্রণ থেকে রক্ষা করে।

অ্যালো ভেরার বরফ: অ্যালো ভেরার জেল সামান্য পানির সঙ্গে মিশিয়ে বরফ করে নিন। এটা রোদে পোড়াভাব ও সংক্রমণ কমাতে সহায়তা করে। এছাড়াও ত্বক আর্দ্র রাখতে ও সতেজভাব আনতে সহায়তা করে।

গোলাপ জলের বরফ: এক কাপ গোলাপ জলের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে বরফ করে নিন। নিয়মিত ব্যবহারে এটা ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য রক্ষা করে এবং বাড়তি তেল শুষে নেয়। গোলাপ জল সব ধরনের ত্বকের জন্যই উপযোগী।

আরও পড়ুন