লিপস্টিকের বহুমাত্রিক ব্যবহার
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2020 02:35 PM BdST Updated: 09 Aug 2020 02:35 PM BdST
-
ছবি: রয়টার্স।
শুধু ঠোঁট রাঙাতেই নয়, সাজসজ্জার নানান কাজে ব্যবহার করা যায় লিপস্টিক।
সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে লিপস্টিকের বহুমাত্রিক ব্যবহার সম্পর্কে জানানো হল।
ব্লাশ: চাইলে ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারেন লিপস্টিক। এটা ক্রিম ব্লাশের মতোই মসৃণভাব আনবে। গালে সামান্য লিপস্টিক লাগিয়ে তা আঙ্গুলের সাহায্যে মিশিয়ে নিন। চেহারায় চনমনেভাব আনতে লিপস্টিকের রংয়ের সঙ্গে মিলিয়ে ব্লাশ ব্যবহার করতে পারেন।
ব্রোঞ্জার: ব্লাশের মতো ব্রোঞ্জার হিসেবেও লিপস্টিক ব্যবহার করতে পারেন। ত্বকে ব্রোঞ্জার হিসেবে বা কন্ট্যুয়ারিং করতে লিপস্টিক ব্যবহার করা যায়।
আই লাইনার: সংগ্রহে যদি অনেক তরল লিপস্টিক থাকে তাহলে তা ব্যবহার করে সাজগোজে ভিন্নমাত্রা আনতে পারেন। তরল লিপস্টিক চাইলে আই লাইনার হিসেবেও ব্যবহার করতে পারেন। এতে মেইকআপ দেখতে বেশ রঙিন হবে।
আইশ্যাডো: লিপস্টিকের আরেকটি মজার ব্যবহার হল আইশ্যাডো হিসেবে ব্যবহার করা। এটা সাধারণ আই শ্যাডোর চেয়ে দীর্ঘস্থায়ী হয়।
কন্সিলার: চোখের চারপাশের কালো দাগ দূর করতে লাল লিপস্টিক ব্যবহার করতে পারেন। কন্সিলার ব্যবহারের আগে লাল লিপস্টিক ব্যবহার করে নিন। এতে ‘ডার্ক সার্কেল’ সম্পূর্ণ ঢেকে যাবে।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু