চুলের নানান সমস্যার সমাধান
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2020 05:56 PM BdST Updated: 05 Aug 2020 05:56 PM BdST
বর্ষার সময়ে আর্দ্রতা ও ঘামের কারণে দেখা দেয় চুল পড়ার সমস্যা।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে চুল পোড়া কমানো ও এর যাবতীয় যত্ন সম্পর্কে ভারতের ব্লসম কোচার গ্রুপ অব কোম্পানিজ’য়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ব্লসম কোচারের দেওয়া পরামর্শগুলো এখানে দেওয়া হল।
বর্ষায় চুল স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে
নারিকেলের দুধ চুলের মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন।
লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে চুলে ব্যবহার করুন। এটা চুলের শুষ্কতা ও আগা ফাটার সমস্যা দূর করে।
এই প্যাক ব্যবহার করে ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করুন।
পাতলা চুলের সমাধান
পাতলা চুলের সমস্যা দূর করতে গরম পানিতে এক চা-চামচ জিলটিন যোগ করুন এবং ভালো মতো মিশিয়ে ফুটিয়ে নিন।
ঠাণ্ডা হয়ে আসলে এতে দুতিন ফোঁটা রোজমেরি এসেনশিয়াল তেল যোগ করে শ্যাম্পুর পরে ব্যবহার করে ধুয়ে ফেলুন।
এটা চুলে ‘লিভ-অন মাস্ক’ হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ চুলে মাখার পর ২০ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলা যায়।
চুল পড়ার সমস্যা
যাদের খুব বেশি চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে তারা চালের পানির সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। চুল ধোয়ার পর সব শেষে এটা ব্যবহার করুন। চাইলে এটাকে একটা স্প্রেয়ের বোতলে রাখতে পারেন, চুলে ব্যবহার করা সহজ হবে।
চুল আর্দ্র রাখতে
চুল আর্দ্র রাখতে এক চা-চামচ ক্যাস্টর তেল, জলপাইয়ের তেল, ভিনিগার, গ্লিসারিন, শ্যাম্পু ও কন্ডিশনার নিয়ে ভালো মতো মেশান।
মিশ্রণটি চুলে মেখে চিরুনি দিয়ে চুল আচঁড়ে নিন ও ২০ মিনিট অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন।
এই মাস্ক ব্যবহারে শ্যাম্পু পরে আর কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন হবে না। চুল এমনিতেই মসৃণ ও প্রাণবন্ত হবে।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে