‘ইনগ্রোউন হেয়ার’ দূর করার উপায়
লাইফস্টাইল ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2020 07:16 PM BdST Updated: 26 Jul 2020 07:16 PM BdST
‘ইনগ্রোউন হেয়ার’ বা ত্বকের ভেতরেই গজিয়ে ওঠা লোম এড়াতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
দেহের বিভিন্ন অংশের অবাঞ্ছিত লোম রূপ প্রকাশের ক্ষেত্রে সাধারণ সমস্যা। প্লাক, শেইভ বা ওয়াক্সের মাধ্যমে লোম দূর করা যায়।
তবে ত্বকের ভেতরে বেড়ে ওঠা লোম দূর করতে চাই অন্য পন্থা।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকের ভেতর বেড়ে ওঠা অবাঞ্ছিত ও ক্ষুদ্র লোম থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জানানো হল।
নিয়মিত এক্সফলিয়েট করা: ক্ষুদ্র লোম দূর করার সবচেয়ে ভালো উপায় হল নিয়মিত এক্সফলিয়েট করা। এতে লোম গ্রন্থিতে আটকে থাকা মৃত কোষ দূর হয়ে যায়।
শেইভিং ক্রিম: শরীরের লোম শেইভ করতে চাইলে আগে অবশ্যই ভালো মতো ভিজিয়ে নিতে হয়ে জায়গাটা। এক্ষেত্রে শেইভিং ক্রিম ব্যবহার করা উপকারী। শুষ্ক অবস্থায় শেইভ করলে বেশি অন্তর্বর্ধিত লোমের জন্ম হয়।
সঠিক রেইজর ব্যবহার: শেইভ করার জন্য অবশ্যই ভালো ও উন্নত মানের রেইজর ব্যবহার করা উচিত। খারাপ রেইজর ত্বকে জ্বালাভাব সৃষ্টি করে। আর তা ছোট লোমের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে না।
বিপরীত দিকে শেইভ না করা: শেইভিংয়ের ক্ষেত্রে অন্যতম বড় ভুল হল বিপরীত দিকে শেইভ করা। এটা অবশ্যই এড়ানো উচিত। কারণ ত্বকের খুব কাছ থেকে লোম বেড়ে ওঠার উল্টা দিকে শেইভ করা হলে ত্বকের ভেতরের অংশের লোম কুঁকড়ে যেতে পারে।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি