রূপচর্চায় পেট্রোলিয়াম জেলির ব্যবহার
লাইফস্টাল ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2020 08:11 PM BdST Updated: 04 Jul 2020 09:10 AM BdST
প্রসাধনীর অভাব পড়লে পেট্রোলিয়াম জেলি বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে নিজেকে পরিপাটি রাখতে পেট্রোলিয়াম জেলির নানান ব্যবহার সম্পর্কে জানানো হল।
ভ্রু তে ব্যবহার: বর্তমান সময়ে ঘরবন্দি থাকায় অনেকেই ভ্রু প্লাক করতে পারছেন না। অগোছালো ভ্রুকে নিয়ন্ত্রণে আনতে সামান্য ভ্যাসলিন নিয়ে ভ্রুয়ের বৃদ্ধির দিকে আচঁড়ে নিন। ভ্রু সেট হয়ে যাবে।
লিপ বাম: যদি লিপ্সটিকের চেয়ে লিপ বাম বেশি পছন্দ করেন তাহলে পেট্রোলিয়াম জেলি ভালো উপায়। পেট্রোলিয়াম জেলির সঙ্গে পছন্দের লিপস্টিক মিশিয়ে একটা পাত্রে সংরক্ষণ করুন। এটা ঠোঁট আর্দ্র রাখার পাশাপাশি রঙিন করতেও সাহায্য করবে। আর যদি সাধারণ লিপবাম চান তাহলে লিপবাম স্টিক ভ্যাসলিন দিয়ে পূর্ণ করে রাখতে পারেন।
মাস্কারার বিকল্প: একটা ভিটামিন ই ক্যাপ্সুলের ভেতরের উপাদান, ভ্যাসলিন এবং এক টেবিল-চামচ ক্যাস্টর তেল ভালো মতো মিশিয়ে একটা পাত্রে সাত দিন সংরক্ষণ করে রাখতে পারেন। এই মিশ্রণ রাতে চোখের পাপড়িতে ব্যবহার করে ঘুমান। পরদিন সকালে সুন্দর চোখের পাপড়ি দেখতে পাবেন।
চুলের জেল: ছোট ছোট বা এলোমেলো উড়ন্ত চুল খবই বিরক্তিকর। এমন চুল নিয়ন্ত্রণে রাখতে একটা ব্রাশে পেট্রোলিয়াম জেলি নিয়ে তা দিয়ে চুল আঁচড়ে নিন। এটা চুলের জেল হিসাবে কাজ করবে।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়