উজ্জ্বল ত্বকের জন্য ভেষজ মাস্ক

প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া ত্বকের পাশাপাশি পরিবেশের জন্যও উপকারী।

লাইফস্টাল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 12:20 PM
Updated : 23 June 2020, 12:20 PM

এতে রাসায়নিক পণ্যের ব্যবহার কমে এবং ত্বকের কোনো রকম সমস্যা হয় না।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ভেষজ রূপচর্চার ভারতীয় ব্র্যান্ড ‘পল পেন্ডারস বায়োটেকনিক্যাল’য়ের পরিচালক সারগাম ধাওয়ান ভায়ানার দেওয়া প্রাকৃতিকভাবে ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে ভেষজ উপাদানে তৈরি কয়েকটি মাস্ক সম্পর্কে জানানো হল।   

শসার মাস্ক

ত্বক সতেজ করে

উপকরণ: আধা শসার কুচি। এক টেবিল-চামচ লেবুর রস। দুতিনটা পুদিনা পাতা কুচি।

পদ্ধতি: একটা কাচের বাটিতে শসার কুচি নিন। এতে পুদিনা-পাতা ও লেবুর রস যোগ করুন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখ ও গলায় ব্যবহার করুন। প্যাক শুকিয়ে আসলে মুখ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: শসা ও পুদিনা ত্বক ঠাণ্ডা রাখে। গরম ও রোদের কারণে হওয়া ত্বকের জ্বলুনি ও প্রদাহ দূর করতে সহায়তা করে।

এটা ভিটামিন সি সমৃদ্ধ আর্দ্রতা রক্ষাকারী মাস্ক যা ত্বকের মলিনভাব কমায় এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ করে।

লেবুর অ্যাসিডিক উপাদান ত্বককে ব্রণ থেকে রক্ষা করে এবং গরমের কারণে হওয়া অ্যালার্জি থেকে বাঁচায়।

কলা ও হলুদের মাস্ক

ত্বক উজ্জ্বল করে

উপকরণ: দুই টেবিল-চামচ কলা পিষে নিন। আধা চা-চামচ হলুদ। এক চিমটি বেইকিং সোডা।

পদ্ধতি: একটা কাচের পাত্রে চটকে নেওয়া কলার সঙ্গে হলুদ ও বেইকিং সোডা যোগ করে ভালো মতো মেশান। মাস্কটি সারা মুখ ও গলায় মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে আলতো করে মুছে নিন।

উপকারিতা: এই প্যাক ব্যাক্টেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ যা ব্রেক ‘আউট’ কমায়।

অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে তৈলাক্তভাব কমায় যা বর্তমান আবহাওয়ায় আর্দ্রতা ও ঘামের কারণে হওয়া সাধারণ সমস্যা।

লোমকূপেরর আকার সংকুচিত করে। এর প্রদাহ নাশক উপাদান ত্বকের লালচেভাব কমায়।

ছবির মডেল: টিনা। ছবি সৌজন্যে: অপূর্ব খন্দকার

আরও পড়ুন