মানসিক শান্তিতে বন্ধুদের পাশে

কুমিল্লার এসএসসি-’৯৮ ও এইচএসসি-২০০০’য়ের বন্ধুদের সন্তানদের নিয়ে মজার আয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 05:41 PM
Updated : 10 June 2020, 05:41 PM

মহামারীর সময়ে জীবন যখন স্থবির তখন মনে হতাশা কাজ করাই স্বাভাবিক। এই পরিস্থিতি সহজে দূর হওয়ার নয়। বড়দের চাইতে শিশুদের মাঝে এই চাপ আরও হয়ত বেশি। সারাদিন বাসায় থেকে কতক্ষণই বা আর সময় কাটানো যায়।

যেকারণে ফেইসবুকের ‘গ্রেটার কুমিল্লা ফ্রেন্ডস এসএসসি-’৯৮ ও এইচএসসি-’২০০০’ গ্রুপের বন্ধুরা নিজেদের সন্তানদের জন্য আয়োজন করেছে নানান প্র্রতিযোগিতা।

তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুন শুরু হওয়া এই ফেইসবুক গ্রুপের সকল সদস্যদের সরাসরি অংশগ্রহণে স্বরচিত কবিতা লেখা এবং সদস্যদের খুদে সন্তানদের ছড়া লেখার আয়োজন করা হয়েছে। যা পরে ই-পাবলিকেশন আকারে প্রকাশ করা হবে।

আর দ্বিতীয়টি হচ্ছে গ্রুপের সকল সদস্যের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এই বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোভিড-১৯ এবং পরে লকডাউনের সময়টাতে বন্ধুদের পাশে থাকা, একটু মোরাল সাপোর্ট দেওয়ার জন্যই এই গ্রুপ চালু করা হয়। যেখানে কবিতা-চর্চা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কিছুটা হলেও গ্রুপের সদস্যদের মানসিক প্রশান্তি ও বিনোদন দেবে।