রেসিপি: ব্রেড মালাই রোল

রন্ধনশিল্পী তাসনুভা মাহমুদ নওরিনের রেসিপিতে পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন মিষ্টি খাবার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2020, 09:09 AM
Updated : 2 May 2020, 09:09 AM

ক্ষিরের জন্য: তরল দুধ ১/৪ কাপ। গুঁড়াদুধ আধা কাপ। বাটার বা ঘি ১ চা-চামচ। এলাচ গুঁড়া সামান্য।

পদ্ধতি: প্যানে তরল দুধ, গুঁড়া দুধ, এলাচ গুঁড়া ও বাটার দিয়ে মিশিয়ে ঘন ক্ষির করে নিন। নামিয়ে ঠাণ্ডা করুন।

মালাইয়ের জন্য যা লাগবে: পাউরুটি ৪,৫টি। তরল দুধ ১ কাপ। চিনি স্বাদ মতো। এলাচ-গুঁড়া সামান্য। বাদাম কুচি।

পদ্ধতি: দুধে সব মিশিয়ে জ্বাল দিয়ে সামান্য ঘন করে নিন, খুব বেশি ঘন যেন না হয়।

পাউরুটির চারপাশ কেটে ফেলে বেলন দিয়ে বেলে পাতলা করে তার ওপর তৈরি করে রাখা ক্ষির দিয়ে রোলের মতো পেঁচিয়ে নিন।

সবগুলো প্লেটে সাজিয়ে ওপরে কুসুম গরম দুধ ঢেলে বাদাম কুচি দিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

খেয়াল রাখতে হবে: তরল দুধ বেশি ঘন করে ফেললে পাউরুটির ভেতর ঢুকবে না।

আরও রেসিপি