রেসিপি: দই বুন্দিয়া

রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করতে পারেন টক-ঝাল-মিষ্টি ইফতারি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 07:29 AM
Updated : 28 April 2020, 07:29 AM

উপকরণ: বেসন ১ কাপ। বেইকিং পাউডার আধা চা-চামচ। শুকনা-মরিচ টেলে গুঁড়া করা আধা-চামচ। চটপটির মসলা আধা চা-চামচ। জিরা টালা গুঁড়া ১ চা-চামচ। বিট লবণ আধা চা-চামচ বা স্বাদ মতো। চিনি ১ টেবিল-চামচ বা স্বাদ মতো। টক দই ৩ কাপ। লবণ স্বাদ মতো। পুদিনাপাতা ও কাঁচা-মরিচ কুচি ১ চা-চামচ করে। তেল পরিমাণ মতো।

পদ্ধতি: একটি পাত্রে বেসন, বেইকিং পাউডার, সামান্য লবণ ও পরিমাণ মতো পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। মিশ্রণটি খুব ভালো করে ফেটে নিন। ব্যাটারটি বেশি পাতলা বা ঘন হবে না।

ফ্রাইপ্যানে তেল গরম করে ঝাঁজরি যুক্ত চামচ দিয়ে উপর থেকে আস্তে আস্তে গরম তেলে বেসন এর মিশ্রণ দিন।

হালকা বাদামি করে ভেজে তেল থেকে তুলে ফেলুন।

এবার দইয়ের সঙ্গে সব মসলা দিয়ে ব্লেন্ড করে নিন। যদি দইয়ের মিশ্রণ পাতলা করতে চান তাহলে আধা কাপ পানি দিতে পারেন।

এখন দইয়ের মিশ্রণে বুন্দিয়া ভিজিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজার দই বুন্দিয়া।

ভাজা বুন্দিয়া এয়ার টাইট কন্টেইনারে রেখে পরেও খাওয়া যাবে।

দইয়ের সঙ্গে মেশানোর মসলাগুলো ইচ্ছে করলে স্বাদ মতো কম বা বেশি নেওয়া যাবে।

আরও রেসিপি