যেমন আছেন চিকিৎসকদের পরিবার

ডাক্তাররা সামলাচ্ছেন রোগী। পরিবারের সদস্যরা সামলাচ্ছেন নিজেদের ও তাদের মানসিক চাপ।

সৈয়দা ফারজানা জামান রুম্পাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2020, 06:28 PM
Updated : 27 April 2020, 06:28 PM

ডা. গুলশান আরা আক্তার টগর ২৫ মার্চের পর থেকে ঘরেই ফেরেননি। সাইফ ইমামের বোন এবং তার স্বামী দুজনেই ডাক্তার। একতলা নিচে থাকলেও প্রায় দেড় মাস হয়ে গেছে ভাইয়ের ফ্ল্যাটে যাননি এই বোন। মডেল অভিনেত্রী হলেও শ্রাবণ্য তৌহিদা পেশায় চিকিৎসক। ঘরে রয়েছে স্বামী আর আড়াই বছরের ছেলে। তারপরও দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে রাখেননি তিনি।

উপরের কাহিনীর মতো দেশ ও মানুষের জন্য আরও চিকিৎসকরা আছেন কর্মস্থলে। বাকিদের ঘরে থেকে নিজের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ যখন করা হচ্ছে তখন নিজের জীবনবাজী রেখে কাজ করে যাচ্ছেন এসব চিকিৎসকরা।

আর রোগীদের চিকিৎসা দিতে গিয়ে যাতে নিজেরাই পরিবারের সদস্যদের কোনো অসুবিধায় ফেলে না দেন সেজন্য কেউ রয়েছেন দূরে, কেউ দেখা করছেন না ভাই, মা-বাবার সঙ্গে কেউ বা হাসপাতাল থেকে ফিরেই জড়িয়ে ধরছেন না আদরের সন্তানকে।

আর এই বিষয়গুলো চিকিৎসকদের যেমন মানসিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে তেমনি পরিবারের সদস্যদের রাখে দুঃশ্চিন্তায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এরকম তিন চিকিৎসক পরিবারের সদস্যারা জানালেন তাদের অন্যরকম যুদ্ধের কথা।