রাজমা দিয়ে টুনা ফিশ
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2020 04:55 PM BdST Updated: 23 Apr 2020 04:55 PM BdST
মজার স্বাদের ব্যঞ্জন ঝটপট তৈরি করতে ডা. ফারহানা ইফতেখারের এই রেসিপি।
উপকরণ: রাজমা (রেড কিডনি বিন্স) ১ ক্যান (৪০০ গ্রাম), ইচ্ছে করলে টাটকা রাজমাও নিতে পারেন। ক্যানের টুনা ফিশ ১০০ গ্রাম। পেঁয়াজ-কুচি ২ টেবিল-চামচ। আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে। টমেটো-কুচি ১টি। টালা জিরা গুঁড়া ১ চা-চামচ। হলুদ ও মরিচের গুঁড়া ১ চা-চামচ করে। ধনেগুঁড়া আধা চা-চামচ। তেজপাতা ১টি। দারুচিনি ২টি। লবঙ্গ ৩-৪টি। এলাচি ২-৩টি। তেল, ধনেপাতা কুচি ও লবণ পরিমাণ মতো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কয়েকটা কাঁচা-মরিচ দিতে পারেন।
পদ্ধতি: প্যানে তেল গরম করে আস্ত গরম মসলাগুলো ও পেঁয়াজ-কুচি দিয়ে বাদামি করে ভেজে আদা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে হলুদ-মরিচ-ধনে গুঁড়া, টেমেটো-কুচি, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।
এবার টুনা ফিশ দিয়ে মসলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
তারপর ক্যানের রাজমাটা ভালো করে ধুয়ে টুনা ফিশের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে ১ কাপ গরম পানি দিয়ে একটু রান্না করে ঝোলটা মাখা মাখা হলে টালা জিরা-গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
ভাত বা রুটির সঙ্গে জমবে ভালো।
আরও রেসিপি-
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার