তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ‘স্বপ্ন’

সুপারশপ ‘স্বপ্ন’ তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করলো।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 08:25 AM
Updated : 21 April 2020, 08:25 AM

সোমবার বিকেলে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ থেকে তৃতীয় লিঙ্গের নয়জনের হাতে  নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা এখন থেকে ‘স্বপ্ন’র বিতরণ কেন্দ্র ও বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে কাজ করবেন। এদের মধ্যে রয়েছেন আব্দুল রহিম মুন, নিশি, আকাশ আহমেদ, লিটন, নীলা, তমা, সানি, তানিম মিয়া ও বিল্লাল।

নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার সময় ‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিতরণ কেন্দ্রের প্রধান মহিবুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী, বন্ধু সংগঠনের মিডিয়া ফেলো শরিফুল ইসলাম পলাশসহ অনেকে উপস্থিত ছিলেন।

সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে জানান, “তারাও আমাদের সমাজেরই মানুষ। শিক্ষিত হয়ে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে বেড়ে ওঠার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অধিকার তাদের আছে। অনেকেই কাজের সুযোগ পাচ্ছে না। ‘স্বপ্ন’ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টায় থাকবে।”

উল্লেখ্য ‘স্বপ্ন’ এর আগে অটিস্টিকদের নিয়োগ দিয়েছে এবং এ প্রতিষ্ঠানে তাদের  চাকুরির ১০ ভাগ কোটা রয়েছে।