সহজেই তৈরি করুন পরোটা

এই পরোটা বানাতে হাতে বেলার ঝামেলা নেই। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 11:23 AM
Updated : 20 April 2020, 11:23 AM

উপকরণ ও পদ্ধতি

দেড় কাপ ময়দার সঙ্গে আধা চামচ বা স্বাদমতো লবণ, ১ কাপ সাধারণ তাপমাত্রার পানি, আধা কাপ তরল দুধ (গরম নয়), ২ টেবিল-চামচ তেল ও সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

তারপর ননস্টিক ফ্রাইপ্যান গরম করে একটু তেল ব্রাশ করে নিন।

তারপর গোল একটা চামচ দিয়ে এক চামচ করে ব্যাটার ঢেলে চামচের উল্টো পিঠ দিয়ে চারদিকে ছড়িয়ে দিন।

পরোটা উল্টে দিয়ে তার ওপর অল্প তেল দিয়ে স্পেচুলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিন। একবারে বেশি তেল দেওয়া যাবে না! অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে আর স্পেচুলা দিয়ে পরোটার ধারগুলো চেপে চেপে দিন তাহলেই পরোটা গুলো ফুলে উঠবে।

এভাবে অপর পাশটিও উল্টে দিয়ে তার উপর অল্প তেল দিয়ে বাদামি করে ভেজে নিন মাঝারি আঁচে।

এভাবে সবগুলো পরোটা ভেজে নিন।

আরও পড়ুন-