রেসিপি: এগ কর্ন সুপ

স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়তে রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করতে পারেন এই সুপ।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 06:47 AM
Updated : 9 April 2020, 06:47 AM

উপকরণ: ডিম ২,৩টি। ক্যানের ভুট্টা দেড় টেবিল-চামচ। পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল-চামচ। রসুনকুচি আধা চা–চামচ। গোলমরিচের গুঁড়া সামান্য। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। চিকেন স্টক আধা লিটার। চিনি আধা চা–চামচ। পার্সেলি-পাতা কুচি ১ চা-চামচ। বাটার আধা চা–চামচ। কাঁচা-মরিচ কুচি ১টি। লবণ পরিমাণ মতো।

পদ্ধতি: প্যানে বাটার গরম করে তাতে ভুট্টা, পেঁয়াজকুচি, রসুনকুচি ও গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা নেড়েচেড়ে চিকেন স্টক দিন।

এবার অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে তাতে চিনি দিন। মিশ্রণটি ঢেলে হালকা করে নাড়তে থাকুন।

সুপ কিছুটা ঘন হয়ে এলে তাতে কাঁচামরিচ-কুচি, পার্সেলি-পাতা কুচি ও ডিমগুলো একটি বাটিতে নিয়ে ফেটিয়ে ‍সুপে দিয়ে দুতিন বার নাড়া দিয়েই চুলা বন্ধ করে ঢেকে দিন। পাঁচ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও রেসিপি