চোখ জুড়ে তারুণ্যময় ত্বক

চোখের চারপাশের ত্বক নরম ও কোমল বলে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 09:46 AM
Updated : 6 March 2020, 09:46 AM

সঠিক পরিচর্যার অভাব ও অসচেতনতার কারণে চোখের নিচে দেখা দেয় ভাঁজ এবং বলিরেখা।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চোখের নিচের ত্বকের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হল।

- যতদূর সম্ভব চোখ কচলানো বা ঘষা থেকে বিরত থাকতে হবে। বেশি চোখ রগড়ালে বলিরেখা ও ভাঁজ পড়ার সম্ভাবনা বাড়ে। তাই মেইকআপ তোলার ক্ষেত্রেও খুব সাবধানে চোখের নিচে চাপ প্রয়োগ করতে হবে।

- ত্বক ভালো রাখতে সূর্যের আলো থেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। বাইরে যাওয়ার কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন। জ্বলুনি কমাতে জিংক অক্সাইড সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা ভালো।

- লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে। শষ্য-জাতীয় খাবার, পাতাবহুল সবজি, কলা ইত্যাদি চোখের চারপাশের কালো দাগ দূর করতে ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। এ থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা প্রদাহ ও ফোলাভাব কমায় এবং ত্বক সুরক্ষিত রাখে। 

- চোখের নিচের ফোলাভাব কমাতে ক্যাফেইন, চিনি, ভাজা খাবার ইত্যাদি এড়িয়ে চলুন।

- পাশাপাশি রাতে ঘুমানোর আগে এবং সকালে ত্বক পরিচর্যার অংশ হিসেবে চোখের চারপাশের ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফলাফল মিলবে।

ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন