সিঙ্গাপুর এয়ারলাইন্সের ‘এ৩৫০-৯০০ মিডিয়াম হউল’ এয়ারক্র্যাফট

ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচলের জন্য নতুন এয়ারবাস ‘এ৩৫০-৯০০ মডেলের মিডিয়াম হউল’ এয়ারক্র্যাফট আনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2020, 04:54 PM
Updated : 7 Jan 2020, 04:54 PM

এই বিষয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ১ ফেব্রুয়ারি ২০২০ থেকে প্রতিদিন নতুন এই এয়ারবাস সিঙ্গাপুর থেকে ঢাকা (ফ্লাইট নম্বর এসকিউ৪৪৬) এবং ঢাকা থেকে সিঙ্গাপুরে (ফ্লাইট নম্বর এসকিউ৪৪৭) চলাচল করবে। এছাড়া, প্রতিসপ্তাহের অন্য তিনটি ফ্লাইটের এয়ারক্র্যাফট অপরিবর্তিত থাকবে।

‘এ৩৫০-৯০০ মিডিয়াম-হউল’ এয়ারক্র্যাফটের দুটি ক্লাসে (নিউ বিজনেস ক্লাস ও নিউ ইকোনমি ক্লাসে) ৩০৩ টি আসন রয়েছে। এর মধ্যে বিজনেস ক্লাসে রয়েছে ৪০টি আসন এবং ইকোনমি ক্লাসে রয়েছে ২৬৩টি আসন। সম্প্রতি আঞ্চলিক পথে চালু হওয়া এয়ারলাইন্সটির নতুন এয়ারক্র্যাফটের বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসে যেসব কেবিন সুবিধা ছিল নতুন এ৩৫০-৯০০ এয়ারবাসটিতেও সেই সুবিধা থাকবে। নতুন এই এয়ারবাসের বিজনেস ক্লাসের আসন বিন্যাস হল ১-২-১, যেখানে সারি ও আসনের মধ্যে সরাসরি চলাচলের সুবিধা থাকবে। অন্যদিকে, ইকোনমি ক্লাসের আসন বিন্যাস হলো ৩-৩-৩। 

এ৩৫০-৯০০ মডেলের এয়ারবাসটিতে রয়েছে অত্যাধুনিক 'থ্যালেস এভান্ট' অভ্যন্তরীণ বিনোদন সুবিধা। এয়ারক্র্যাফটির নকশায় রয়েছে নতুন ইউজার ইন্টারফেস, যা যাত্রীদের দেবে ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা। ভ্রমণকারীরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের নতুন এই এয়ারবাসে স্ব-নিয়ন্ত্রণে মাইক্রিসওয়ার্ল্ডের ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট (আইএফই) উপভোগ করতে পারবেন। 

নিজেদের পছন্দ ও আগের দেখা কন্টেন্ট হিস্টোরি অনুযায়ী ভ্রমণকারীরা বিনোদনমূলক কন্টেন্ট দেখতে পারবেন।

ক্রিসফ্লাইয়ারের সদস্যরা কন্টেন্ট বুকমার্ক করে রাখতে পারবেন এবং পুনরায় সেই কনটেন্ট দেখা শুরু করতে পারবেন। তারা তাদের পছন্দ-সই কনটেন্ট ও প্লে-লিস্ট পরবর্তী ফ্লাইটের জন্য সংরক্ষণ করতে পারবেন। ক্রিসফ্লাইয়ারের সদস্য এবং বিজনেস ক্লাসের ভ্রমণকারীরা ভ্রমণকালীন অতিরিক্ত ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট (আইএফই) উপভোগের সুবিধা পাবেন।  

এয়ারক্র্যাফটটিতে ভ্রমণের আগে ভ্রমনকারীরা সিঙ্গাপুরএয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পছন্দানুযায়ী প্লে-লিস্ট বাছাই করতে পারবেন। নেয়ার-ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সিস্টেমের মাধ্যমে তাদের নিজস্ব ইলেক্ট্রনিক ডিভাইসের সঙ্গে এয়ারক্র্যাফটটিতে থাকা ডিভাইসের সঙ্গে পেয়ার করতে পারবে। এতে নির্বাচিত কন্টেন্টগুলো মাইক্রিসওয়ার্ল্ডে স্থানান্তর করতে পারবে। 

এয়ারবাসটির অভ্যন্তরে ভ্রমণের সময়ে ভ্রমণকারীরা উচ্চগতি সম্পন্ন ওয়াই-ফাই সুবিধা পাবেন। এ৩৫০-৯০০ এয়ারক্র্যাফটটিতে সিতাঅনএয়ার কোম্পানীর ইনমারাসাত জিএক্স অ্যাভিয়েশনের ব্রডব্যান্ড কানেকটিভিটি রয়েছে।

নিউ বিজনেস ক্লাস

এয়ারক্র্যাফটির বিজনেস ক্লাসের আসনগুলো তৈরি করেছে স্টেলিয়া এরোস্পেস। আসনগুলো সামনাসামনি মুখ করা ফরমেটে ১-২-১ সজ্জিত থাকবে যেখানে প্রত্যেক যাত্রী সরাসরি আইল অ্যাকসেস পাবে। যাত্রীরা ভ্রমণের সময় আসনগুলো পুরোপুরি ৭৬ ইঞ্চি ফ্ল্যাট বেডে পরিণত করতে পারবেন। এছাড়া, বিজনেস ক্লাসের ভ্রমণকারীরা স্বল্প দূরত্বের ফ্লাইটেও আরও বেশি আরামে বিশ্রাম করতে পারবেন। প্রতিটি আসন ২৬ ইঞ্চি প্রস্থের হবে, যেখানে খুব সহজে আর্মরেস্ট ওঠা-নামা করানো যাবে।

একা হোক বা সঙ্গী নিয়ে হোক ভ্রমণের সময়ে ভ্রমণকারীরা নিজেদের গোপনীয়তা রক্ষার্থে মাঝের আসনে থাকা এডজাস্টেবল ডিভাইডার ব্যবহার করতে পারবেন।

এছড়া ভ্রমণকারীদের দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে এয়ারক্র্যাফটটিতে রয়েছে নানা ধরনের ফিচার। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত সামগ্রী রাখার জন্য পর্যাপ্ত স্থান, আসনের সঙ্গে সংযুক্ত পাওয়ার সাপ্লাই এবং ইউএসবি পোর্ট, এডজাস্টেবল রিডিং লাইট ইউনিট এবং ব্যক্তিগত ১৭ ইঞ্চির হাই-ডেফিনেশন টাচ স্ক্রিন মনিটর।  

নিউ ইকোনমি ক্লাস

নতুন ইকোনমি ক্লাস আসনগুলো নকশা ও ডিজাইন করেছে রিকারো, যা ভ্রমণকারীদের প্রদান করবে আরো উন্নত অভিজ্ঞতা।

এই এয়ারবাসের ইকোনমি ক্লাসের আসন বিন্যাস হলো ৩-৩-৩। ২৬৩ আসনের ইকোনমি ক্লাসের আসনগুলো হবে আরও আরামদায়ক। কেননা আসনগুলো এর্গোনমিক্যালি ডিজাইন করা হয়েছে। এছাড়া ভাঁজযোগ্য উইংস-সহ রয়েছে ছয় রকমের এডজাস্টেবল হেডরেস্ট, যা দেবে আরামদায়ক নেক সাপোর্ট।

ইকোনমি ক্লাসে ভ্রমণকারী যাত্রীরা ১১.৬ ইঞ্চির হাই ডেফিনিশন টাচস্ক্রিন মনিটরের মাধ্যমে ভ্রমণকালীন বিনোদন লাভ করতে পারবেন। মাইক্রিসওয়ার্ল্ডে যাত্রীরা ১ হাজারেরও বেশি ছবি, টিভি শো, অডিও অনুষ্ঠান এবং গেমসের মধ্য থেকে নিজের পছন্দ সই কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

ইকনোমি ক্লাসে ভ্রমণকারী যাত্রীদের জন্য রয়েছে আরও অনেক ফিচার। এর মধ্যে ব্যক্তিগত সামগ্রী রাখার জন্য নিজস্ব জায়গা, একটি কোট হুক, আসনের সঙ্গে সংযুক্ত পাওয়ার সাপ্লাই ও ইউএসবি পোর্ট।

এ৩৫০-৯০০ মডেলের এয়ারবাসটিতে রয়েছে উঁচু সিলিং, বড় জানালা, অধিক জায়গা, যা ভ্রমণের জন্য হবে আরও আরামদায়ক। ভ্রমণ ক্লান্তি দূর করতে এয়ারক্র্যাফটটির অভ্যন্তরে সুন্দরভাবে আলোসজ্জা করা হয়েছে। 

২০১৮ সালের অক্টোবরে সিঙ্গাপুর এয়ারলাইন্স বিশ্বের প্রথম এ৩৫০-৯০০ মডেলের আল্ট্রা লং রেঞ্জ (ইউএলআর) এয়ারক্র্যাফট দিয়ে তাদের সিঙ্গাপুর-নিউআর্ক রুট নতুন করে চলাচল শুরু করে। পরবর্তীতে ২০১৯ সালের সেপ্টেম্বরে একই রকম এয়ারক্র্যাফট দিয়ে সিঙ্গাপুর থেকে সিয়াটল বিরতিহীন ফ্লাইট শুরু করে। ইউএলআর এয়ারক্র্যাফটটির বিজনেস ক্লাসে ৬৭টি এবং প্রিমিয়াম ইকোনমি ক্লাসে ৯৪ টি আসন রয়েছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা সিঙ্গাপুর রুটে চলাচল করতে যাওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটের সময়সূচী নিম্নরুপ:

ফ্লাইট নম্বর

সেক্টর

এয়ারক্র্যাফট ধরন

যাত্রা শুরুর দিন

বিমান ছাড়া \পৌঁছানোর সময়

এসকিউ ৪৪৭

ঢাকা- সিঙ্গাপুর

এ৩৫০-৯০০

প্রতিদিন

২৩:৫৫/ ০৬:০০(+১)

এসকিউ ৪৪৬

সিঙ্গাপুর- ঢাকা

এ৩৫০-৯০০

প্রতিদিন

২০:৩৫/২২:৪০

এসকিউ ৪৪৯

ঢাকা- সিঙ্গাপুর

বি৭৭৭-২০০/২০০ইআর

বুধ, বৃহ: ও রবি

২১:২৫/০৩:৪০(+১)

এসকিউ ৪৪৮

সিঙ্গাপুর- ঢাকা

বি৭৭৭-২০০/২০০ইআর

বুধ, বৃহ: ও রবি

১৭:৪০/১৯:৫৫