চুল সুন্দর রাখার তেল

চুল সুন্দর রাখতে তেলের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক তেল চুল মসৃণ রাখে, চুল পড়া কমায় এবং গজাতেও সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2019, 07:32 AM
Updated : 19 Dec 2019, 07:32 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুল সুন্দর রাখে এমন কয়েকটি তেলের নাম সম্পর্কে জানানো হল।

নারিকেল তেল: নারিকেল তেল কুসুম গরম করে মাথার ত্বকের মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে চুলের বৃদ্ধির পাশাপাশি ক্ষয় দূর হবে। নারিকেল তেল চুল পড়া কমায় এবং প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। চুল উজ্জ্বল ও চকচকে হয়। 

কাঠবাদামের তেল: এই তেলে আছে ভিটামিন ই এবং এটা চুল পড়া কমাতে সহায়তা করে। এটা চুল মসৃণ রাখে এবং গোড়া শক্ত করে । চুলের দ্রুত বৃদ্ধি এবং ঝলমলেভাব আনতে কাঠবাদামের তেল অবদান রাখে। 

তিলের তেল: এই তেলে রয়েছে ঔষধি গুণ। মাথার ত্বকের ফাঙ্গাস ও সংক্রমণজনিত সমস্যা এড়াতে তিলের তেল উপকারী। এই তেল মাথার ত্বক মসৃণ রাখার পাশপাশি খুশকি দূর করতে এবং দ্রুত চুল বড় করতে সাহায্য করে।

ক্যাস্টর অয়েল: খনিজ, প্রোটিন, ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল সামান্য ব্যবহারেও চুলের উপকার হয়। মাথার ত্বকে এই তেল ভালো ভাবে মালিশ করে, সারা রাত রেখে দিন। পরদিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এই তেল চুল গজাতে সাহায্য করে। পাশাপাশি চুল রাখে মসৃণ ও আর্দ্র।

ছবির মডেল: সোনিয়া। ছবি: দীপ্ত।

আরও পড়ুন