‘নদী পর্যটন উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার

ফেস্টিভ এন্ড কালচারাল ট্যুরিজম কনসোর্টিয়াম (এফসিটিসি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল এই সেমিনার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 02:48 PM
Updated : 7 Dec 2019, 02:48 PM

২৮ নভেম্বর আয়োজিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ ও ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান মাহবুব পারভেজ।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ছিলেন এ কে এম আরিফ উদ্দিন, যুগ্মপরিচালক, বি.আই.ডাব্লিউ.টি.এ, (ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা)। ড. মো. আশরাফুর রহমান, এসপি, প্ল্যানিং অ্যান্ড অপারেশন, ট্যুরিস্ট পুলিশ। ড. এম.ডি মাসুম ইকবাল, ফেকাল্টি অফ বিজনেস এন্টারপ্রেনরশিপ।

প্রধান প্রবন্ধ উপস্থাপনা করেন জিয়াউল হক হাওলাদার, জনসংযোগ বিভাগ প্রধান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খবির উদ্দিন আহমেদ, সদস্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। রাফিউজ্জামান, সভাপতি, ট্যুর অপারেটর’স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব)। শিবলুল আজম কোরাশী, জেষ্ঠ্য সহ সভাপতি (টোয়াব)। মহিউদ্দিন হেলাল, সম্পাদক, পর্যটন বিচিত্রা। আশরাফুজ্জামান উজ্জ্বল, সভাপতি, ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। নাদিরা কিরণ, সভাপতি, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ।

স্বাগত বক্তব্য রাখেন শহিদুল ইসলাম সাগর, পরিচালক, ফেস্টিভ অ্যান্ড কালচারাল ট্যুরিজম কন্সোর্টিয়াম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোর রায়হান, পরিচালক, ফেস্টিভ অ্যঅন্ড কালচারাল ট্যুরিজম কন্সোর্টিয়াম।

অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাসুদুল হাসান জায়েদী, ব্যবস্থাপনা পরিচালক, ফেস্টিভ অ্যান্ড কালচারাল ট্যুরিজম কন্সোর্টিয়াম (এফসিটিসি)। মো. জাহিদুর রহমান শাওন, পরিচালক, ফেস্টিভ অ্যান্ড কালচারাল ট্যুরিজম কন্সোর্টিয়াম (এফসিটিসি)।

শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য নয় বরং পর্যটন উন্নয়নকে আমাদের সামাজিক দায়বদ্ধতা ভেবে এই সম্পদকে পর্যটন পণ্য হিসাবে গড়ে তুলতে ‘ফেস্টিভ অ্যান্ড কালচারাল ট্যুরিজম কনসোর্টিয়াম (এফসিটিসি)’ কাজ করে যাচ্ছে। এই কাজের ধারাবাহিকতায় নদী পর্যটনকে উৎসাহিত করতে দ্বিতীয় বারের মতো রিভার ট্যুরিজম ফেস্টের আয়োজন করতে যাচ্ছে। সেই আয়োজনটি সফল করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও দেশের বিভিন্ন স্থানে র‍্যালি করার পরিকল্পনার কর্মকাণ্ডের অংশ হিসাবে এই সেমিনারের আয়োজন করা হয়।