ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা পাওয়ার উপায়

বেসন, হলুদ বা চারকোল মাস্ক ব্যবহার করে ফিরিয়ে আনা যায় ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2019, 12:18 PM
Updated : 19 Nov 2019, 12:18 PM

রূপচর্চা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা ফিরিয়ে আনার উপায় সম্পর্কে জাজা যায়।

রান্নাঘরের সামগ্রী ব্যবহার: বেসন, হলুদ এবং চন্দনের মিশ্রণ দিয়ে রূপচর্চা শুরু করা যেতে পারে। প্যাকটি মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।  এটা ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করবে। চাইলে, গোলাপ জল এবং বেসন মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করা যায়। একই ফলাফল পাওয়া যাবে।  

চারকোল মাস্ক দিয়ে লোম কূপ পরিষ্কার: ত্বক গভীর থেকে পরিষ্কার করতে চাইলে চারকোল মাক্স খুব ভালো সমাধান। এটা ত্বকের গভীরের ময়লা টেনে বের করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে দেয়।

ফেইশল শিট মাস্ক: ত্বকের ধরণ অনুযায়ী, সঠিক ফেইশল শিট মাস্ক ব্যবহার করুন। এটা ত্বক আর্দ্র রাখে এবং প্রয়োজনীয় তেল সরবারহ করে। এই মাস্ক ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা যোগাতেও সহায়তা করে।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন