বিদেশি স্থপতিদের পানাম নগরী দর্শন

দি আর্কিটেক্টস্ রিজিওনাল কাউন্সিল এশিয়া (আর্কএশিয়া)’র সদস্যরা ঘুরলেন দেখলেন মুগ্ধ হলেন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 02:41 PM
Updated : 5 Nov 2019, 02:41 PM

২১টি দেশের প্রায় কয়েকশ স্থপতি পানাম নগরীর ঐতিহ্য উপভোগ করলেন সোমবার। তাদের ভ্রমণ আরও আকর্ষণীয় করতে নগরী জুড়ে আয়োজন করা হয় আলো আঁধারের খেলা।

পথের দু’ধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দেয় তাদের। আর আলোয় আলোকিত হয়ে ওঠা রাতের পানাম নগরী একটু অন্যভাবেই উপভোগ করেন উপস্থিত সকলে।

দি আর্কিটেক্টস্ রিজিওনাল কাউন্সিল এশিয়া (আর্কএশিয়া) সদস্য দেশগুলোর স্থপতিদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতিদের সমন্বয়ে গঠিত। সদস্য প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক কার্যক্রম ও সম্পর্ক প্রসারে কাজ করে থাকেন তারা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে নয়াদিল্লিতে। এর বর্তমান সভাপাতি রিটা সোহ।

২১টি সদস্য দেশগুলো হল বাংলাদেশ, ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, ম্যাকাউ, চীন, হংকং, জাপান, কোরিয়া ও মঙ্গোলিয়া।

- বিজ্ঞপ্তি।