চুল বড় করার পাঁচ উপায়

চুল দ্রুত বড় করা সম্ভব হতে পারে যদি সঠিক যত্নের পন্থা জানা থাকে।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 05:03 AM
Updated : 3 Nov 2019, 05:03 AM

আবার অনেকের আগা ফাটার সমস্যা থাকায় কয়েকদিন পরপর চুল কেটে ফেলতে হয়। ফলে চুল বড় করার ইচ্ছা পূরণ হয় না।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুল বড় করার কয়েকটি উপায় সম্পর্কে জানানো হল।

মালিশ: মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হল মাথায় তেল মালিশ করা। চুল তৈলাক্ত হলে সপ্তাহে একবার মাথায় তেল দিন। আর চুল যদি শুষ্ক হয় তাহলে সপ্তাহে কমপক্ষে দুবার মাথায় তেল মালিশ করুন।

প্রাকৃতিক উপাদান ব্যবহার: সিলিকন, সালফেট, প্যারাবেল এবং রং ছাড়া প্রাকৃতিক ও ভেষজ উপাদান চুলে চমৎকার কাজ করে। রাসায়নিক উপাদান কম ব্যবহার করা হলে তা চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে এবং চুল দেখতে ঘন ও প্রাণবন্ত লাগে।

কন্ডিশনার ব্যবহার: রাসায়নিক উপাদানের পরিবর্তে চুল মসৃণ রাখতে নারিকেল তেল, বাবাসু তেল এবং মধু ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপাদানের ব্যবহার চুলকে জট মুক্ত রাখে।

তাপ এড়িয়ে চলুন: চুল শুকানোর যন্ত্র এবং স্ট্রেইটনারের অতিরিক্ত তাপ চুলের বৃদ্ধিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এগুলোর ব্যবহার চুলকে দুর্বল, ভঙ্গুর ও মলিন করে দেয়।

প্রাকৃতিক তেল সুরক্ষিত রাখা: চুল অতিরিক্ত ধোয়া ঠিক না। এতে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়। যা চুল ও মাথার ত্বকের আর্দ্রতা নষ্ট করে।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও

আরও পড়ুন