কাশিতে আরাম পেতে আনারস

মৌসুম পরিবর্তনের সময় ঠাণ্ডা-কাশিতে আরাম দিতে পারে আনারসের রস।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 09:48 AM
Updated : 21 Oct 2019, 09:48 AM

পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে আনারসে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আঁশ এবং ভিটামিন সি। এছাড়াও ভিটামিন বি ওয়ান, বি সিক্স, কপারের ভালো উৎস এই ফল।

ভিটামিন সি ঠাণ্ডা-কাশি দূরে রাখতে সাহায্য করে- এই কথা প্রায় সবার জানা। তবে আনারসে ভিটামিন সি ছাড়াও ব্রোমেলেইন উপাদান কাশি নিরাময়ে উপকারী ভূমিকা রাখে।

এই উপাদান ঠাণ্ডা-কাশি-গলাব্যথার ওষুধ তৈরিতে ব্যবহার হয়। এটা কফ দূর করতেও সাহায্য করে।

পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে আনারস থেকে উপকারী পানীয় তৈরির পদ্ধতি এখানে দেওয়া হল।

পদ্ধতি ১: আনারস ও মধু

আধা কাপ গরম আনারসের রসে এক টেবিল-চামচ মধু ভালোমতো মিশিয়ে নিতে হবে। তারপর কুসুম গরম অবস্থায় পান করতে হবে। কাশি দূর করতে আনারস ও মধু দুটোই কার্যকর।

পদ্ধতি ২: আনারসের রস, মধু, লবণ ও মরিচ

এক কাপ আনারসের রস, আধা টেবিল-চামচ মধু, এক চিমটি লবণ এবং অল্প মরিচ মিশিয়ে পান করতে হবে। দিনে তিন বার এই শরবত পান করা উপকারী।  

পদ্ধতি ৩: আনারস, মধু, আদা, লালমরিচ এবং লবণ

এক কাপ আনারসের রসে ১ টেবিল-চামচ মধু, ১ টেবিল-চামচ আদাকুচি, এক চিমটি লবণ এবং অল্প লালমরিচের গুঁড়া ভালো মতো মিশিয়ে নিন। গলাব্যথা কমাতে মিশ্রণের ১/৪ অংশ প্রতিদিন পান করুন।

মনে রাখতে হবে

কাশি থাকলে দুধের তৈরি খাবার, ক্যাফেইন, প্রক্রিয়াজাত ও ভাজা খাবার এড়িয়ে চলতে হবে। কারণ এসব খাবার কাশির পক্ষে ক্ষতিকর।  

আরও পড়ুন