সেরা টঙ’য়ে পূজার খিচুড়ি

আরও রয়েছে কলিজার শিঙ্গাড়া, সমুসা এবং চা। চলছে পাস্তা ও পিৎজায় বিনামূল্যের আয়োজন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 03:52 PM
Updated : 6 Oct 2019, 03:52 PM

বনানী ১৫ নম্বর সড়কের সেরা টঙ রেস্তোরাঁ দূর্গাপূজা উপলক্ষ্যে আয়োজন করেছে খিচুড়ির প্ল্যাটার। ২৫০ টাকায় এই প্ল্যাটারে খিচুড়ির সঙ্গে মিলবে বেগুন ভাজা, লাবড়া, টমেটোর চাটনি ও পায়েস।

রেস্তোরাঁর অন্যতম কর্ণধার ফারহিন খান জয়িতা বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের আয়োজন হলেও এই উৎসব সার্বজনীন। তাই আমাদের এখানে সবার জন্যই থাকছে পূজার এই বিশেষ আয়োজন। দশমী অর্থাৎ ৮ অক্টোবর পর্যন্ত উপভোগ করা যাবে খিচুড়ি প্ল্যাটার।”

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যাবে কলিজার শিঙ্গাড়া ও সমুসা। চারটা শিঙ্গাড়ার দাম ১৬০ এবং ৪টি সমুসার দাম ১৮০ টাকা। সন্ধ্যায় ‍যদি টায়ের সঙ্গে চা না মেলে তবে কি আড্ডা জমবে! তাই দুধ চা পাওয়া যাবে ৮০ টাকায়। এছাড়াও রয়েছে রং চায়ের আয়োজন।

এসব বাঙালি খাবারের পাশাপাশি সেরা টঙয়ে মিলবে ইতালীয় খাবার। আবার সেসব খাবারও চলছে বিশেষ অফার।

যে কোনো ১২ ইঞ্চি পিৎজার সঙ্গে বিনামূল্যে মিলবে মার্গারিতা পিৎজা। এছাড়া ৩৯৯ টাকার চিকেন আলফ্রেদো পাস্তার সঙ্গে আরেক বাটি পাস্তা মিলবে বিনামূল্যে।