শুষ্ক ত্বকের যত্ন

ত্বকের ধরণ অনুযায়ী সিটিএম অর্থাৎ ক্লিঞ্জিং, টোনিং এবং ময়েশ্চারাইজিংয়ের ধাপগুলো সম্পন্ন করা উচিত।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 09:37 AM
Updated : 6 Oct 2019, 09:37 AM

এতে ত্বক ভালো থাকে এবং অনাকাঙ্ক্ষিত ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে শুষ্ক ত্বক পরিষ্কার ও ভালো রাখার উপায় সম্পর্কে জানানো হল।

শুষ্ক ত্বক পরিষ্কার করার পন্থা

শুষ্ক ত্বক পরিষ্কার করার উপায় খানিকটা কৌশলের বিষয়। এমনভাবে পরিষ্কার করতে হয় যেন ত্বক খুব বেশি শুষ্ক না হয়ে পড়ে। তাই আর্দ্রতা রক্ষাকারী ফেইস ওয়াশ কুসুম গরম পানির সাহায্যে ব্যবহার করা ভালো। এতে ত্বক খুব একটা শুষ্ক হবে না। মুখ ধোয়ার পরে তা তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে ফেলতে হবে।

ত্বক শুষ্ক হলে পরিষ্কার করতে তেল ব্যবহার করুন। জোজোবা, আর্গন এবং অ্যাভোকাডো তেল ব্যবহার করা ভালো উপায়। নারিকেল তেল ব্যাক্টেরিয়া রোধী এবং আর্দ্রতা বর্ধক উপাদান সমৃদ্ধ। তাই ত্বক পরিষ্কার করতে এই তেলও বেছে নিতে পারেন।

হাত পরিষ্কার করে এক চামচ নারিকেল তেল হাতের তালুতে নিন। তেলটা হাতে ঘষে তা মুখে লাগান। তবে মুখে খুব বেশি ঘষা যাবে না।

গোলাকার ভাবে তেল মালিশ করুন। কয়েক মিনিট পরে কুসুম গরম পানি বা ভেজা কাপড় দিয়ে মুখ মুছে নিন। এটা ত্বক পরিষ্কার করে ও আর্দ্র রাখে।

সাধারণত, বেশিরভাগ মানুষই শুষ্ক ত্বকে টোনার ব্যবহার করেন না। যা ঠিক নয়। ত্বক পরিষ্কার করার পরে অবশ্যই টোনার ব্যবহার করতে হবে। অ্যালকোহল নেই এমন টোনার ব্যবহার করতে হবে। এটা ত্বককে অতিরিক্ত শুষ্ক হওয়া থেকে রক্ষা করবে।

মনে রাখতে হবে, শুষ্ক ত্বকে আলতোভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়।

শুষ্ক ত্বকের উপযোগী মাস্ক

ডিমের কুসুম ও কাঠবাদামের তেল: ডিমের কুসুম ও কাঠবাদামের তেল একসঙ্গে মিশিয়ে মাস্ক তৈরি করে ত্বকে লাগান। আধ ঘণ্টা অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা ও মধু: দুই টেবিল-চামচ অ্যালো ভেরা জেল নিয়ে তাতে এক  চা-চামচ মধু যোগ করুন। প্যাকটি ত্বকে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এরপর অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করতে হবে।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন