মুখের উজ্জ্বলতা বাড়ানোর মাস্ক

রান্নাঘরেই রয়েছে ত্বক পরিচর্যার উপাদান। মধু, গোলাপ জল, হলুদ ইত্যাদি উপাদান ত্বক ভালো রাখতে সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 07:22 AM
Updated : 1 Oct 2019, 07:22 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বক উজ্জ্বল করার কয়েকটি প্রাকৃতিক মাস্ক সম্পর্কে জানানো হল।

- মুখের তৈলাক্তভাব দূর করতে দুধ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে মেখে ১০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন, ত্বক আর্দ্র থাকবে।

- আরেকটি কার্যকর মাস্ক হল গোলাপ জল ও মুলতানি মাটির মিশ্রণ। এই দুইটি উপাদান এক সঙ্গে মিশিয়ে ত্বকে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের বাড়তি তেল থেকে মুক্তি মিলবে।

- মধু ও অ্যালো ভেরা মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগান। এটা ত্বকের নির্জীবভাব দূর করবে এবং তাৎক্ষণিক উজ্জ্বলতা দেবে।

- মধু, হলুদ ও ওটস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগান। এটা ত্বক উজ্জ্বল করে এবং নির্জীবভাব কমায়।

উপরের এসব উপাদান দিয়ে প্যাক বানানোর উপকারিতা হল, এগুলো খুব সহজেই পাওয়া যায় এবং সাশ্রয়ী।

আরও পড়ুন