তৈলাক্ত ত্বক পরিষ্কারের পন্থা

তৈলাক্ত ত্বকের জন্য চাই বাড়তি পরিচর্যা। অতিরিক্ত তেলের কারণে ত্বকে ব্রণ ও ভাঙন দেখা দিতে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 05:30 AM
Updated : 26 Sept 2019, 05:30 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তৈলাক্ত ত্বকে সাবান ব্যবহার করলে তা পিএইচ বা অম্ল-খারের ভারসাম্য নষ্ট করে।

তাই আলফা হাইড্রোক্সি অ্যাসিড সমৃদ্ধ ফেইসওয়াশ যেমন- সাইট্রিক অ্যাসিড , ল্যাক্টিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করা ভালো।

এই প্রতিবেদনে তৈলাক্ত ত্বক পরিষ্কার করার কিছু উপায় দেওয়া হল।

ত্বক পরিষ্কার করার পরে অবশ্যই ‘এএইচএ’ সমৃদ্ধ টোনার ব্যবহার করতে হবে।  তৈলাক্ত ত্বকেও ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। সেক্ষেত্রে পানি-ভিত্তিক ময়েশ্চারাইজার বেশি উপকারী।

তৈলাক্ত ত্বক পরিষ্কার রাখতে ও সঠিক পরিচর্যা করতে সপ্তাহে একদিন ফেইস মাস্ক ব্যবহার করা উচিত। প্রাকৃতিক উপাদানের সাহায্যে ফেইস মাস্ক তৈরি করা বেশি উপকারী।

টমেটোর ফেইস প্যাক: একটা টমেটো কেটে তা থেকে বীজ আলাদা করে চটকে নিন। তুলার বলের সাহায্যে তা মুখে লাগান। উপকারিতা বাড়াতে এতে মধু যোগ করুন। ত্বকে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

কলা ও মধু: কলা ও মধু একসঙ্গে ত্বক মসৃণ করতে সাহায্য করে। একটা কলা ব্লেন্ড করে তাতে এক টেবিল-চামচ মধু যোগ করুন। মাস্কটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বক পরিষ্কার করতে দিনে দুবার মুখ ধোয়ার অভ্যাস করা উচিত।

ছবির মডেল: জোজো। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান।  ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফিস্টুডিও।

আরও পড়ুন