স্বপ্ন সত্যি করার পথ

কিশোর বয়সের স্বপ্ন যদি বাস্তবের পাখনা মেলতে চায় তবে এগিয়ে আসতে হবে বাবা-মাকেও।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 09:31 AM
Updated : 21 Sept 2019, 09:48 AM

কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে কিশোর-কিশোরীরা #MyDreamMyDecision দিয়ে অনেকেই নিজেদের ছবি ভিডিও শেয়ার করে তাদের চিন্তা ভাবনা এবং ভবিষ্যত স্বপ্ন ফুটিয়ে তুলছে।

একটা সময় বাবা-মায়েরাই ঠিক করে দেয় ছেলে-মেয়ে বড় হয়ে কী হবে। তবে সন্তানের মনের ইচ্ছা অন্যরকম হতেই পারে। আর সেই স্বপ্ন পূরণে যদি অভিভাবকরা এগিয়ে আসেন তাহালে সন্তানের অনিচ্ছায় জীবনের পথে চলতে হবে না।

এই রকম চিন্তাভাবনা থেকেই #MyDreamMyDecision এর একটি প্ল্যাটফর্ম শুরু হয়েছে। যেখানে কিশোর কিশোরীরা নিজেদের ছবি ভিডিও শেয়ার করে তাদের চিন্তা ভাবনা এবং ভবিষ্যত স্বপ্ন ফুটিয়ে তুলছেন।

তাদের এই চেষ্টায় উৎসাহ দিয়েছেন অনেকেই।

এখনকার কিশোর-কিশোরীরা যে লক্ষ্য, যে স্বপ্নকে নিয়ে নিজের অজান্তেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেগুলো আসলে পূরণ করার দায়িত্ব তাদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও। অভিভাবকগণ পারিবারিক ও সামাজিকভাবে যদি সন্তানদেরকে তাদের নিজ নিজ স্বপ্নপূরণের দিক-নির্দেশনা দেন, তাহলে তারা নিজেদের স্বপ্নপূরণের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবে।

- বিজ্ঞপ্ত