মেইকআপ ব্রাশ জীবাণু মুক্ত রাখতে

মেইকআপ করার ব্রাশ ঠিক মতো পরিষ্কার না করলে ত্বকের ক্ষতি হতে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 05:53 AM
Updated : 18 Sept 2019, 05:53 AM

আবার পরিষ্কার করার পদ্ধতি ঠিক না হলে ব্রাশ হয়ে যেতে পারে নষ্ট।

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চটজলদি মেইকআপ ব্রাশ পরিষ্কার করার উপায় সম্পর্কে জানানো হল।

উপকরণ: স্প্রে করার বোতল। ৫০ মি.লি. গরম পানি। ১ চা-চামচ কন্ডিশনার। ৫০ মি.লি. রাবিং অ্যালকোহল(৭০%-৯০%)। ৫ ফোঁটা টি ট্রি এসেনশল অয়েল।

পদ্ধতি: একটা পাত্রে গরম পানি ও কন্ডিশনার ভালো মতো মিশিয়ে নিন। এরপর এতে রাবিং অ্যালকোহল ও টি ট্রি এসেনশল অয়েল যোগ করুন। মিশ্রণটি একটা স্প্রেয়ের বোতলে নিন।

ব্যবহার: ব্যবহারের আগে স্প্রে’র বোতলটি ভালো মতো ঝাঁকিয়ে নিন। ব্রাশের ওপরে মিশ্রণটি স্প্রে করে একটা টিস্যু দিয়ে মুছে নিন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ব্যবহার করুন।

ত্বক ব্রণ প্রবণ হয়ে থাকলে বা একই ব্রাশ কয়েকজন ব্যবহার করে থাকলে এই পদ্ধতিতে নিয়মিত মেইক আপব্রাশ পরিষ্কার করা উচিত।

তবে মনে রাখতে হবে এই পদ্ধতিতে ব্রাশ থেকে সম্পূর্ণ ময়লা দূর হয় না। এটা তাৎক্ষনিক কাজ চালানোর ব্যবহার হয়। তাই কয়েক দিন পর পর অবশ্যই ভালোভাবে ব্রাশ ধুয়ে নিতে হবে।

আরও পড়ুন