নখ সুন্দর দেখাতে

ম্যানিকিউর ও পেডিকিউরের ক্ষেত্রে সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 08:53 AM
Updated : 17 Sept 2019, 08:53 AM

নখ উজ্জ্বল ও সুন্দর দেখাতে কয়েকটি বিষয় মাথার রাখা চাই। এই সম্পর্কে জানানো হল সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

গ্লিটার ব্যবহার: কিউটিকল নখের পাশ দিয়ে বাড়তি নখ গজাতে দেখলে সেখানে গ্লিটার-যুক্ত নেইল পলিশ ব্যবহার করতে পারেন। এটা নখের খালিস্থান পূরণ করতে সাহায্য করবে। খুঁত ঢেকে সৌন্দর্য বাড়াবে।

নখ শুষ্ক রাখুন: প্রথমে নখ পরিষ্কার ও ময়েশ্চারাইজ করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর নেইল পলিশ ব্যবহার করুন। নতুন করে নেইল পলিশ ব্যবহারের আগে আগের নেইল পলিশ ঠিক মতো তোলা হয়েছে কিনা তা দেখে নিন।

নখ ভাঙা সমস্যা: নখের প্রান্ত ভাঙা শুরু করলে ফাইলার ব্যবহার করে তা খানিকটা ছোট করে নিন।

সকল খালি স্থান পূরণ করুন: নখে নেইল পলিশ ব্যবহারের সময় দেখে নিন কোথাও যেন ঘাটতি না থেকে। সামান্য ফাঁক থাকলে দেখতে খারাপ লাগবে।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন