কেশ পরিচর্যায় পেঁয়াজের রস

পেঁয়াজের রসে থাকা নানান উপাদান চুলের জন্য উপকারী।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 08:27 AM
Updated : 10 Sept 2019, 08:27 AM

ত্বকবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পেঁয়াজে রয়েছে উচ্চ মাত্রায় সালফার। যা অ্যামিনো অ্যাসিডে থাকে। এটি প্রোটিনের একটি উপাদান। ক্যারোটিন, প্রোটিনের একটি রূপ যা চুল মজবুত করতে সাহায্য করে।

মাথার ত্বকে পেঁয়াজের রস ব্যবহার করা হলে তা বাড়তি সালফার যোগায় এবং চুল গজাতে সাহায্য করে। এছাড়াও কোষকলার বৃদ্ধিতে সালফার ভূমিকা রাখে।

চুলে পেঁয়াজের রস ব্যবহারের পন্থা

- পেঁয়াজের খোসা ছাড়িয়ে মাঝারি মাপে টুকরা করে নিন।

- টুকরাগুলো ব্লেন্ড করে তার থেকে রস আলাদা করুন।

- একটা তুলার বলের সাহায্যে পেঁয়াজের রস মাথার ত্বকে লাগিয়ে নিন।

- ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

এছাড়াও নানানভাবে বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে পেঁয়াজের রস ব্যবহার করা যায়।

ভালো ফলাফলের জন্য সোয়া কাপ পেঁয়াজের রসের সঙ্গে এক টেবিল-চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস ব্যবহার করার আরেকটি উপায় হল কারি পাতার সঙ্গে মিশিয়ে ব্যবহার।

কারি পাতা ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এতে দুই টেবিল-চামচ পেঁয়াজের রস মেশান। এই মাস্ক চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

আরও পড়ুন