চোখের কালচেভাব দূর করার প্রাকৃতিক পন্থা

চোখের নিচে কালচেভাব দূর করতে রয়েছে নানান উপায়।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 11:57 AM
Updated : 6 Sept 2019, 11:57 AM

ত্বক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চোখের চারপাশের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

গ্রিন টি ব্যাগ: চোখের নিচের কালচেভাব দূর করতে সবচেয়ে সহজ উপায় হল গ্রিন টি ব্যবহার।

কুসুম গরম পানিতে টি ব্যাগ ভিজিয়ে নিন। তারপর সাধারণ তাপমাত্রায় এনে চোখের ওপর ২০ মিনিট দিয়ে রাখুন।

গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের ফোলাভাবসহ কালচেভাব দূর করতে সাহায্য করবে।

শসা: হজমে সহায়তাকারী শসা ত্বক ভালো রাখতেও সাহায্য করে। শসার জলীয় অংশ ত্বক আর্দ্র রাখে, কোষকলার বৃদ্ধি ঘটায়। এর সিলিকা ত্বক এবং চোখের চারপাশ দৃঢ় রাখে।

শসা দুই টুকরা করে তা চোখের উপরে রেখে দিন। ১৫ মিনিট পর তা ধুয়ে ফেলুন।

এটা কেবল দাগই কমায় না পাশাপাশি চোখের ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়।

প্রতিদিন শসা খাওয়া হলে তা হজমে সাহায্য করে এবং শরীর সুস্থ রাখে। এছাড়াও ত্বকের আর্দ্রতাও ধরে রাখে।

টমেটো: অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। এতে আছে লাইকোপিন সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডে যা চোখের চারপশে থাকা সূক্ষ্ম রক্তনালীতে রক্ত সঞ্চালন বাড়ায়। এছাড়াও এটা চোখের চারপাশের কালচেভাব দূর করে।

টমেটোর রস নিয়ে তা চোখের চারপাশে লাগাতে পারেন।

অস্বাস্থ্যকর খাবার, নিয়মিত জীবনযাপনের অনিয়ম ইত্যাদি চোখের চারপাশে কালচেভাবের জন্য দায়ী। টমেটোর বিটাক্যারোটিন, কোয়ারসেটিন এবং ভিটামিন সি ত্বকের কালচেভাব দূর করতে সাহায্য করে।

ছবির প্রতীকী মডেল: টিনা। ছবি: অপূর্ব খন্দকার।

আরও পড়ুন