জামদানি নিয়ে উৎসব

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামদানি উৎসব ২০১৯।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 02:27 PM
Updated : 3 Sept 2019, 02:27 PM

এই উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব অনুষ্ঠিত হবে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি রুবি গজনবী, বাংলাদেশ কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য চন্দ্র শেখর সাহা, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মুনিরা এমদাদ, আড়ং’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, অরণ্য ক্রাফটস’য়ের ব্যবস্থাপনা পরিচালক নওশিন খায়ের এবং কুমুদিনী হ্যান্ডি ক্রাফটস’য়ের পক্ষ থেকে হেনা সুলতানা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়নশিল্পী জামাল হোসেন ও আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান।

উৎসবে চারজন শ্রেষ্ঠ বয়নশিল্পী ও তাদের সহকারীদের ‘শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার’ প্রদান করা হবে।  প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।